শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতক করুন মার্কিন যুক্তরাষ্ট্রে

  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে  স্নাতকে  অধ্যায়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। ‘আমেরিকান ইউনিভার্সিটি এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৩।

নির্বাচিত শিক্ষার্থীরা ওয়াশিংটন ডিসি তে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টির কলা ও বিজ্ঞান কলেজ, কোগোড স্কুল অফ বিজনেস, স্কুল অফ কমিউনিকেশন, শিক্ষা বিদ্যালয়, স্কুল অফ ইন্টারন্যাশনাল সার্ভিস, প্রফেশনাল স্টাডিজ এবং এক্সিকিউটিভ এডুকেশন, পাবলিক অ্যাফেয়ার্স স্কুল এবং ওয়াশিংটন কলেজ অফ ল- এ পড়াশোনা করতে পারবেন।

আমেরিকান ইউনিভার্সিটি (এইউ) ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত একটি বেসরকারি ফেডারেল চার্টার্ড রিসার্চ ইউনিভার্সিটি। এইউ কংগ্রেসের একটি আইন দ্বারা চার্টার্ড ছিল। ১৮৯৩ সালে মেথডিস্ট বিশপ জন ফ্লেচার হার্স্টের অনুরোধে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• আবাসন ব্যবস্থা।
• তবে স্বাস্থ্য বীমা, বই, এয়ারলাইন টিকিট এবং বিবিধ খরচ বহন করবে না।

যোগ্যতার মানদণ্ড:
• উচ্চমাধ্যমিকে জিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩.৮ পেতে হবে।
• নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং তাদের নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা
থাকতে হবে।
• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএস
এ ন্যূনতম ৭ পেতে হবে।
• যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না।

প্রয়োজনীয় নথিপত্র:
• ইংরেজি দক্ষতার সনদ।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• রেফারেন্স লেটার।
• ব্যক্তিগত বিবৃতি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://www.american.edu/admissions/first-year/special-academic-programs.cfm

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.american.edu/admissions/international/au-egls-apply.cfm

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com