রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে

  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৫।

ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এবং বিশ্বের নেতৃস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, ব্যবসা, প্রকৌশল ও স্বাস্থ্যবিজ্ঞানে শ্রেষ্ঠত্বের জন্য বেশ খ্যাতি রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। ইউনিভার্সিটি অব আলবার্টা ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। দুটি শহরে এ বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ক্যাম্পাস রয়েছে।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব আলবার্টা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষার সুযোগই পান না, বরং আর্থিক দিক থেকেও স্বস্তি লাভ করেন।

প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টুডেন্ট ভিসা পারমিটসহ বিশেষ স্কলারশিপ, যার মোট আর্থিক সহায়তা ৯,০০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এ স্কলারশিপ চার বছর মেয়াদী এবং শিক্ষার্থীদের পূর্ণ মেয়াদজুড়ে সহায়তা দিয়ে থাকে।

এ ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিম্নোক্ত স্কলারশিপ প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়টি—

*গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ;

*ডক্টরাল রিসার্চ স্কলারশিপ;

*মাস্টার্স এন্ট্রি স্কলারশিপ;

অধ্যয়নের বিষয়—

আলবার্টা বিশ্ববিদ্যালয় নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন ও দন্তচিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, আলবার্টা স্কুল অব বিজনেস, কৃষি ও পরিবেশবিজ্ঞান বিষয়ে ২০০টির বেশি স্নাতক ডিগ্রি এবং ৫০০টির বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম অফার করে শিক্ষার্থীদের।

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*স্নাতকে আবেদনে উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে;

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com