বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
Uncategorized

ফুটবল ম্যাচ দেখতে মধ্যপ্রাচ্যে মানুষের ঢল, পদদলিত হয়ে নিহত ২

  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে একটি স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। আরব উপসাগরীয় কাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আট জাতির ওই আসরের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ইরাক ও ওমানের মধ্যে। ইরাকে সাধারণত আন্তর্জাতিক ম্যাচের আয়োজন দেখা যায় না। দীর্ঘদিন পর ম্যাচ উপভোগে হাজার হাজার মানুষ আগে থেকেই স্টেডিয়ামের বাইরে জড়ো হন। হুড়োহুড়িতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে ইরাক ও ওমানের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। সরকারি সূত্রে আল জাজিরা জানিয়েছে, ম্যাচটি স্থগিত করা হয়েছে অথবা অন্য স্টেডিয়ামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com