বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

প্রিয় শখই কেড়ে নিল মিস ইউনিভার্স ফাইনালিস্টের জীবন

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন ২০২২ সালের মিস ইউনিভার্সের ফাইনালিস্ট ও অস্ট্রেলিয়ান ফ্যাশন মডেল সিয়েনা ওয়েয়ার। তার প্রিয় শখ ও আবেগ ছিল ঘোড়ায় চড়া। গত মাসে অস্ট্রেলিয়ায় ঘোড়ায় চড়ার সময় একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হন এই মডেল। এরপর থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

এ নিয়ে এনডিটির এক প্রতিবেদনে জানানো হয়, গত ২ এপ্রিল সিনেয়া অস্ট্রেলিয়ার উইন্ডসর পোলো গ্রাউন্ডে ঘোড়ায় চড়ছিলেন, তখন তার ঘোড়া পড়ে গিয়েছিল।

বৃহস্পতিবার (মে ৪) তার লাইফ সাপোর্ট সরিয়ে নেয়ার আগে জানা যায়, সেই আঘাতের কারণে কয়েক সপ্তাহের জন্য লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

ডাক্তারের পরামর্শে তার পরিবারই লাইফ সাপোর্ট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন এবং মৃত্যুর খবর জানান। সিয়েনার মডেলিং এজেন্সি স্কুপ ম্যানেজমেন্টও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে।

উল্লেখ, সিয়েনা ২০২২ সালের অস্ট্রেলিয়ান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ২৭ জন ফাইনালিস্টের একজন ছিলেন। তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও মনোবিজ্ঞানে ডবল ডিগ্রি অর্জন করেছিলেন।

অস্ট্রেলিয়ান এই ফিটনেস মডেলের ঘোড়ায় চড়ার প্রতি আজীবন আবেগ ছিল। তিনি গোল্ড কোস্ট ম্যাগাজিনকে বলেছিলেন, ‘যদিও আমি আমার জীবনের বেশিরভাগ সময় শহরে কাটিয়েছি, শো জাম্পিংয়ের প্রতি আমার গভীর ও অটল ভালোবাসা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার নিশ্চিত নয় যে এই আবেগ কোথা থেকে এসেছে, কিন্তু আমি ৩ বছর বয়স থেকে ঘোড়ায় চড়েছি। এটি ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। আমি প্রতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলস বা বৃহত্তর অস্ট্রেলিয়ার আশেপাশে ঘুরতে ও প্রতিযোগিতার জন্য সপ্তাহে ২-৩ বার গ্রামীণ সিডনি ভ্রমণ করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com