মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশিদের ‘আমিরাত আইডি কার্ড’ বাধ্যতামূলক

  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী, বাংলাদেশিসহ দেশটির সব বাসিন্দার কাছে আবশ্যিকভাবে বৈধ ‘আমিরাত আইডি কার্ড’ থাকতে হবে। এছাড়া যাদের কাছে ইতিমধ্যে এই কার্ড আছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সেটি নবায়ন করতে হবে। যদি নবায়ন না করা হয় তাহলে পড়তে হতে পারে আইনি ঝামেলায়।

সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসী। যা দেশটির বর্তমান মোট জনসংখ্যার বড় একটি অংশ। মধ্যপ্রাচ্যের এ দেশটির সাতটি আমিরাতে বিভিন্ন কাজ ও ব্যবসায় যুক্ত আছেন এসব বাংলাদেশি।

প্রবাসী বাংলাদেশিরা এই আইডি কার্ড পাওয়া এবং নবায়নের জন্য আমিরাতের আইডেন্টেটি, সিটেজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি নির্বাহী কর্তৃপক্ষের (আইসিপি) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

অথবা চাইলে স্বীকৃত টাইপিং কেন্দ্রে গিয়েও নিজেদের এই আইডি কার্ড নবায়ন করার সুযোগ পাবেন তারা। কিছুক্ষেত্রে আবেদনকারীকে আইসিপির সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ডাটা প্রদান করতে হতে পারে।

আমিরাত আইডি কার্ড নবায়নে কত খরচ করতে হবে?

কার্ড ইস্যুর ফি (পাঁচ বছরের জন্য) হিসেবে দিতে হবে ১০০ দিরহাম (৩ হাজার ২৫০ টাকা)

সার্ভিস ফি বাবদ দিতে হবে ১৫০ দিরহাম (প্রায় পাঁচার হাজার টাকা)

টাইপিং সেন্টারের ফি দিতে হবে ৩০ দিরহাম (৯৭৫ টাকা)

আর জরুরিভাবে কাস্টমার হ্যাপিনেস সেন্টার থেকে কার্ড নিলে আরও ১৫০ দিরহাম খরচ করতে হবে।

সূত্র: বোল নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com