সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

প্রবাসীদের বিপদে পাশে থাকার ঘোষণা আরাভ খানের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

দীর্ঘদিন পর ফের ফেসবুকে লাইভে এসেছেন আলোচিত দুবাই প্রবাসী স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। আজ শুক্রবার নিজের প্রতিষ্ঠান থেকে লাইভে এসে প্রবাসীদের বিপদে পাশে থাকার ঘোষণা দেন তিনি। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘যে সকল প্রবাসী ভাই-বোনরা সমস্যা আছেন। তারা আমার কাছে আসবেন। আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব হবে আমি আপনাদের সাহায্য করব। প্রবাসে যেখানেই প্রবাসীরা বিপদে পড়ুক না কেনো আমি তাদের পাশে দাঁড়াব। ইনশাআল্লাহ কথা দিলাম।’

লাইফে তিনি আরও বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের দোয়ায় আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করছে। মনে হয় না সত্যি আপনাদের দোয়ায় আমাকে বিপদ থেকে উদ্ধার করছে। আর এই দোয়াটাই আপনাদের থেকে চাই। আমি যতদিন বাঁচব প্রবাসীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। অনেক অভিযোগ আমি তাদের ফোন ধরি না। আমি ব্যবসা করি, আমার ফোনে ১ মিনিটে ১০০ মেসেজ আসে। তাই সকল মেসেজ দেখা আমার পক্ষে সম্ভব হয় না। তাই কেউ ভুল বুঝবেন না, খারাপ ভাববেন না। প্লিজ আমার ওপর রাগ করবেন না।’

ফেসবুক লাইভে তিনি আরও বলেন,‘আমার প্রতিষ্ঠানে স্বর্ণ ক্রয়-বিক্রয়ে প্রবাসী ভাইদের জন্য ঈদ অফার শুরু করলাম। আরাভ জুয়েলার্স থেকে প্রবাসীরা স্বর্ণ কিনলে মেকিং চার্জ অর্ধেক করে দেওয়া হবে। এ ছাড়া স্বর্ণ কেনায় যতটুকু পারব ডিসকাউন্ট করে দেব। যারা ঈদের সময় বাড়ি যাবেন, স্বর্ণ কিনতে চান তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে। প্রবাসী ভাইদের বলছি আপনার আরাভ জুয়েলার্সে আসেন। আমাদের ঈদ অফার শুরু হয়েছে।’

নিজের স্বর্ণের দোকান আরাভ জুয়েলার্স থেকে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমার যত গোল্ড (স্বর্ণ) রাখছি, সম্পূর্ণ সিঙ্গাপুরে রাখছি। আর অলরেডি আরও আমার মাল আসতেছে। ইনশাল্লাহ অনেক মাল আসতেছে। সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গার মাল আসতেছে। যারা সেল-বাই (কেনা-বেচা) করতে চান, যারা ট্রেডিং করতে চান। আমাদের ট্রেড চলতেছে। ১০০ কেজি, ২০০ কেজি, ১ কেজি, ১০০ গ্রাম, ২০০ গ্রাম ট্রেড করতে পারবেন।’

চলতি বছরের মার্চে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ জানান আরাভ খান। এ নিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। এই আলোচনার মধ্যে জানা যায় আরাভ খান ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখা-এসবির পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের পলাতক আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয় ওরফে সোহাগ। মামলার পরপর তিনি ভারতে পালিয়ে গিয়ে আরাভ খান নামে পাসপোর্ট তৈরি করেন। এরপর দুবাইয়ে পাড়ি জমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com