বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

প্রবাসীদের বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলার মিরসরাই, ফটিকছড়ি উপজেলাসহ অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

এ অবস্থায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৫ আগস্ট) দূতাবাসের কাউন্সিলর দূতালয় মোহাম্মাদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহযোগিতা পাঠানোর আহ্বান জানানো হয়।

এদিকে অনেক প্রবাসী বাংলাদেশি সাম্প্রতিক এই ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে দূতাবাস এবং সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে।

আগ্রহী ব্যক্তিদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com