ওমানে প্রবাসীদের রেসিডেন্ট বা আকামা কার্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। সে সঙ্গে দেশটির নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের মেয়াদও বাড়ানো হয়েছে।
রয়েল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের রেসিডেন্ট কার্ড এখন সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বৈধ থাকবে।
আর ওমানি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।
সরকারি গেজেটে প্রকাশিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের রেসিডেন্ট বা আকামা কার্ড ইস্যু বা নবায়নের নির্ধারণ করা ফি হলো :
১ বছরের জন্য ফি ৫ ওমানি রিয়াল,
২ বছরের জন্য ফি ১০ ওমানি রিয়াল
৩ বছরের জন্য ফি ১৫ ওমানি রিয়াল
হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত কার্ড প্রতিস্থাপনে খরচ হবে ২০ ওমানি রিয়াল।
অন্যদিকে, ওমানি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ১০ বছরের জন্য বৈধ হবে। ইস্যু বা নবায়ন ফি ১০ ওমানি রিয়াল, আর হারানো বা ক্ষতিগ্রস্ত কার্ড প্রতিস্থাপনের জন্যও একই ফি প্রযোজ্য।
আরওপি জানিয়েছে, সব কার্ডধারীকে মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে। এই পরিবর্তনগুলো সরকারী গেজেটে প্রকাশের পরের দিন থেকেই কার্যকর হবে।
পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি বলেন, এই সিদ্ধান্ত পরিষেবা উন্নত করা, নবায়নের ঝামেলা কমানো এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।