শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

প্রবাসীদের অংশগ্রহণে নিউ ইয়র্কে সেলিব্রেশন ডিনার নাইট

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেলো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। ২১ জানুয়ারি জ্যাকসন হাইটের উডসাইডের কুইন্স প্যালেসে এ আয়োজন হয়।

অনুষ্ঠানটির আয়োজনে ছিল নিউ ইয়র্ক মিউজিক। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালি, কমিউনিটির নেতা, বিদেশি হাই আফিসিয়ালসহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল মুখরোচক বাঙালি খাবারের আয়োজন।

jagonews24

আবু বক্কর হানিফ বলেন, এনআরবিসি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের প্ল্যাটফর্ম। যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিচ্ছে।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন নিউ ইয়র্কের ব্যবসায়ী শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিসট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইঞ্জিনিয়ার খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। jagonews24

আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীবসহ অনেকেই। বিদেশি হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিস্টের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ।

শাহনেওয়াজ বলেন, সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এরকম অনুষ্ঠান দরকার আছে। যেন সংস্কৃতি ও আনন্দ দুটোই হতে পারে।

জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব, রিয়া, জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল। এছাড়া কবিতা আবৃত্তি করেন জামান বাবু।

পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগিতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসির কর্যক্রম নিয়ে একটি প্রমাণ্য চিত্র দেখানো হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার ওপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয়।

jagonews24

জলি আহমেদ বলেন, কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সবার ভালোবাসা। পুরো অনুষ্ঠান আয়োজনে পরিশ্রম করেছেন এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com