শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

প্রথম বাংলাদেশি নারীর দুর্গম আমা দাবলাম অভিযান শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের আমা দাবলাম পর্বত অভিযান শুরু করেছেন পর্বতারোহী শায়লা বিথী। তিনি আজ সকালে নেপালের লুকলা বিমানবন্দর থেকে ট্র্যাকিং শুরু করেন তিনি।

৬ হাজার ৮১২ মিটার (২২,৩৪৯ ফুট) উচ্চতার এ পর্বতটি টেকনিকেল দিক থেকে খুবই কঠিন বিবেচনা করা হয়। এ পর্বত আরোহনের জন্য রক ক্লাইম্বিং এ বিশেষ দক্ষতা এবং শারীরিক ফিটনেস থাকতে হয়। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নারী দুর্গম এ পর্বত অভিযানে যাননি। কুরিয়ার সেবা প্রতিষ্ঠান পারসেল এর সার্বিক সহযোগিতায় শায়লা বিথী আমা দাবলাম জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন। এ চ্যালেঞ্জে জয়ী হলে বাংলাদেশের নারীদের পর্বতারোহনের ইতিহাসে আরেকটি বিশেষ সাফল্যের মুকুট যোগ হবে।

সব কিছু ঠিক থাকলে আগামী ৫ দিন ট্র্যাকিং এর পর তার আমা দাবলাম বেইজ ক্যাম্পে পৌঁছানোর কথা। বেইজ ক্যাম্প থেকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তিনি আমা দাবলাম চূড়ায় পৌঁছানোর চেষ্টা করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ পর্বতারোহীসহ শায়লা বিথীদের দল আজ ভোর সাড়ে ৫টার দিকে নেপালের কাঠমান্ডু থেকে হেলিকপ্টারযোগে লুকলা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সকাল ৯টার দিকে তারা ট্র্যাকিং শুরু করেছেন। আজ তাদের ফাকদিন নামের একটি গ্রামে পৌছানোর কথা রয়েছে। সেখান থেকে আগামীকাল আবার ট্র্যাকিং শুরু হবে বলে জানিয়েছেন শায়লা বিথী।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে আমা দাবলাম অভিযানের লক্ষ্যে ঢাকা থেকে বিমানযোগে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেন শায়লা বিথী। বুধবার রাতে বনানীর অরগ্যানিক ডাইন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শায়লা বিথীর হাতে জাতীয় পতাকা ও স্পন্সর পারসেল এর লোগো সংবলিত প্ল্যাকার্ড হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com