শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

প্রতিদিন ৬১১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করছে আইস

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তত্বাবধানে গত ১৮ দিনে গড়ে প্রতিদিন ৬১১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করছে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা। এ পর্যন্ত প্রায় ১১ হাজার অবৈধ ও অপরাধী অভিবাসীকে গ্রেপ্তার করছে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে গত বছরে অবৈধ অভিবাসী গ্রেপ্তারের এক তৃতীয়াংশ। ডিএইচএস সূত্রে জানা গেছে, আইস গত বছর মোট ৩৩,০০০ জনকে গ্রেপ্তার করেছিলো।
নিউইয়র্ক পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তত্বাবধানে আইস, এটিএফ, ডিইএ ও এফবিআইসহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গণ ডিপোর্টেশন কার্যক্রমে শিকাগো, বোস্টন, ফিলাডেলপিয়া, টেক্সাস এবং নিউইয়র্কসহ সবকটি সিটিতে ব্যাপক অভিযান শুরু করে। এসব অভিযানে ১১ হাজার অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মেক্সিকো, গুয়েতামালা, কলোম্বিয়া,  কিউবার নাগরিক বেশি। গ্রেপ্তাকৃতদের মধ্যে গ্যাং সদস্য, ড্রাগ ডিলার, ভাড়াটে হত্যাকারী এবং আদালতে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত অপরাধী ও ডিপোর্টেশন আদেশ প্রাপ্ত।
এদিকে নিউইয়র্কে কয়েকদিনে আইসের অভিযানে ১০০ জন গ্রেপ্তার হয়েছেন।
আইসের একটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আইসের আটক কেন্দ্রে ৪১ হাজার ৫০০ জন বন্দীকে রাখার বেড রয়েছে। বর্তমানে আটক কেন্দ্রে ধারণ ক্ষমতার অতিরিক্ত গ্রেপ্তারকৃত অবৈধ অভিবাসী বন্দী রয়েছে। সংস্থাটি শুক্রবার কারাগার ব্যুরো দ্বারা পরিচালিত চারটি আটক কেন্দ্র খুলবে বলে আশা করা হয়েছিল। অবৈধ অভিবাসীদের জন্য আটকের স্থান বাড়ানোর পরিকল্পনা নভেম্বর থেকে চলছে, এই জিনিসগুলি চালু করতে কিছুটা সময় লাগে।
নিউইয়র্ক পোস্ট আরো জানিয়েছে আইস রাজ্য এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছ থেকেও গ্রেপ্তারকৃত বন্দীদের আটক রাখার সমর্থন পাচ্ছে। যা সংস্থার ২৮৭জি প্রোগ্রামের মাধ্যমে অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে ইচ্ছুক। আইস এ প্রোগ্রামের অধীনে অবৈধ অভিবাসীদের তাদের কারাগারে রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে নিযুক্ত করে।
ইতিমধ্যে পেন্টাগন থেকে কিউবার গুয়ান্তানামো বেতে কিছু ‘‘বিপজ্জনক’’ অবৈধ অভিবাসীকে পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রে বন্দী বিদেশী সন্ত্রাসী ও অপরাধীদের আটক রাখার জন্য গুয়ান্তানামো বেতে কারাগার ব্যবহার করা হয়। অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়া অভিবাসীদের থাকার জন্য সবসময় প্রায় ১২০টি শয্যা রয়েছে।
রাষ্ট্রপতি ট্রাম্প অবৈধ অভিবাসীদের ধরে রাখার জন্য গুয়ান্তানামোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছেন। ২৯ শে জানুয়ারী পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ৩০,০০০ বন্দীদের জন্য নৌ ঘাঁটি প্রস্তুত করার নির্দেশ স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com