1. [email protected] : চলো যাই : cholojaai.net
প্রকৃতি নিবাস ‘শুকতারা’
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
Uncategorized

প্রকৃতি নিবাস ‘শুকতারা’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

প্রকৃতির সান্নিধ্যে অবকাশ যাপন মনকে সতেজ ও উদার করে তোলে। তাই প্রকৃতি প্রেমীরা বার বার ছুটে যান প্রকৃতির কোলে, আর সাথে করে নিয়ে আসে অসাধারণ কিছু মুহূর্তের স্মৃতি। ঠিক তেমনি আপনার অবকাশ যাপনকে মনোমুগ্ধকর প্রকৃতির সাথে একাত্ম করতে সিলেটে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে গড়া রিসোর্ট শুকতারা প্রকৃতি নিবাস । প্রায় সাত একরের ছোট্ট একটি পাহাড়। উদ্দিনের টিলা নামেই বেশি পরিচিত। চূড়ায় উঠলে যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। খাদিম আর বরজানের চা বাগান, একটু পেছনে খাদিমনগর জাতীয় উদ্যান আর সবশেষে দূর বহুদূরে দৃষ্টিসীমা আটকে দেওয়া খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের আকাশ। অন্যদিকটায় দেখা যায় সুরমার জলধারা, আরেক দিকে দিনরাত পাহাড়ের বাঁকে উঁকি মেরে চলা আলুটিলা গ্যাস ফিল্ডের মশাল। এরই মাঝে পাহাড় চূড়ায় এক টুকরা স্বর্গ শুকতারা প্রকৃতি নিবাস।

সিলেট শহর থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরেই এর অবস্থান। সিলেট শহর থেকে তামা বিল সড়কে শাহপরানের (রহ.) মাজার ছেড়ে একটু সামনে বামে ছোট সড়কে মোড় নিয়ে প্রায় এক কিলোমিটার এগুলোই শুকতারার দুয়ার। ১৪ একর জায়গা জুড়ে এই রিসোর্ট। শুকতারা রিসোর্টের স্থাপত্য আর নির্মাণশৈলী এমন, যাতে প্রকৃতির গাঁয়ে একটুও আঁচড় পড়েনি। চা বাগানের রাস্তা থেকে শুকতারা রিসোর্টের পথ ধরে এগোলে প্রথমে সবুজ একটি টিলা স্বাগত জানায়। টিলার নিচে একপাশে রিসোর্টের ফটক। টিলার চূড়ায় উঠার একটিই পথ। একপাশে রয়েছে ট্রয় ট্রেন লাইন। সমতল থেকে প্রায় ৫০ ফুট উঁচুতে উঠলে প্রকৃতিকে সঙ্গী করে নির্মিত ছোট ছোট কটেজ নজর কাড়ে। ওপরে উঠে প্রথমেই চোখে পড়বে ৩ তলা বিশিষ্ট একাশিয়া রেস্টুরেন্ট। দ্বিতীয় তলায় খাবারের আয়োজন। পাশে একটি প্রায় ৪০ জনের মিটিং রুম। তৃতীয় তলায় বসার, আলাপচারিতার ঘর। পাশে একটি রুম জুড়ে পাঠাগার। সিলেটের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও ভ্রমণের বই আছে এখানে। নিচ তলায় যেকোন অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে। একাশিয়া থেকে বেড়িয়ে যেতে হবে উজান পথে পূর্বের রাস্তা ধরে। ওখানেই আপনার বিশ্রাম নিবাস, থাকার রুম। ওপরে উঠেই চোখে পড়বে খোলা মঞ্চের মত জায়গা বনাক কোর্ট। যা আপনাকে দিশেহারা করবে অপার মুগ্ধতায়। যেদিকেই তাকাবেন সবুজের হাতছানি। দূরে সুরমা নদী। তারপর সারি বাঁধা আকাশছোঁয়া পাহাড়। এখানে শরতে আকাশ রূপ খোলে নিজ আনন্দে। সে এক মাতাল করা দৃশ্য।

খোলামেলা রুম, খোলা বারান্দা। চাইলে রুমে বসেই দেখতে পারবেন পাহাড় আর  সবুজের মিতালি। বারান্দার উপরে টিনের চাল। বৃষ্টি মুখর রাত চমৎকার উপভোগ্য হয়ে উঠবে এক কাপ চায়ের সাথে। রুমের ছাদে বসেও উপভোগ করতে পারবেন প্রকৃতির সুধারুপ। রিসোর্টের নান্দনিক কিছু শিল্পকর্মের কাজ করেছেন নন্দিত ভাস্কর অলক রায়। আছে ইয়াং স্টারের কিছু পেইন্টিং আর আলোকচিত্র। রিসোর্টে অবস্থানকালীন রাতে থাকবে সিলেটের ঐতিহ্যবাহী বাউল সংগীত আর মনিপুরী নৃত্য। খাবারের পাতে থাকবে স্থানীয় ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। রিসোর্টে মোট ১১ কটেজ রয়েছে। নয়নতারা, বরুণ, শিরীষ, দোলনচাঁপা, মাধবী লতা, কামিনী, জুঁই, করবী, শিমুল, হিজল এরকম চমৎকার নামেই কটেজগুলো। ঘরের ভেতরে কাঠ থেকে শুরু করে টেবিল-চেয়ার সবই সিলেটের ঐতিহ্য বেতের তৈরি আসবাব। সংরক্ষিত আছে আলোকচিত্রও । শীতাতপ নিয়ন্ত্রণ আর ২৪ ঘণ্টা গরম পানির ব্যবস্থাও আছে কটেজে। বাগানের তাজা ও সতেজ চা-কফি নিজ হাতেই তৈরি করতে পারবেন। কটেজের জানালা ও বারান্দার কাছ থেকে পাহাড়-টিলা দেখার অপূর্ব এক সুযোগ পাবেন। টিলার চূড়ায় একটি কটেজের খোলা ছাদে বসার ব্যবস্থা করা হয়েছে। এটার নাম সাঁঝের মায়া। বসলেই দেখতে পাবেন উত্তরে দেশের সীমানা ছাড়িয়ে যাওয়া মেঘালয়ের সারি সারি পাহাড়-টিলা। শুকতারায় আগত পর্যটকদের জন্য রিসোর্ট গাইডের ব্যবস্থা রয়েছে। যারা আপনাকে সিলেটের বিভিন্ন চা-বাগান, জৈন্তাপুর রাজবাড়ি, লালাখাল, সারি নদী, জাফলং, পিয়াইন নদী, তামাবিল-ডাউকি সীমান্ত, মাধবকুণ্ড জলপ্রপাতসহ অন্যান্য জায়গা ঘুরিয়ে দেখাবেন।

রিসোর্ট ভাড়া:

শুকতারায় কক্ষ ভাড়া ৫০০০-৬৫০০ টাকা। তবে বৃহস্পতি, শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনে এ মূল্যের উপরে মিলবে ১০% ছাড়।

যোগাযোগ:

শুকতারা প্রকৃতি নিবাস, উদ্দিনের টিলা, শাহপরান উপশহর, খাদিমনগর, সিলেট। ফোন: ০৮২১-২৮৭০৯৯৪-৫, ০১৭৬৪৫৪৩৫৩৫। ওয়েবসাইট:http://www.shuktararetreat.com/

যেভাবে যাবেন শুকতারায়:

ঢাকা থেকে বাস, ট্রেন অথবা বিমান যোগে সিলেট যাওয়া যায়। মালিবাগ রেইল-গেট, রাজার-বাগ অথবা সায়েদাবাদ থেকে গ্রিনলাইন পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহনসহ আরো কয়েকটি পরিবহন সার্ভিসের বাস ছাড়ে সিলেটের উদ্দেশ্যে। ভাড়া পড়বে ৮৫০-১১০০ টাকা। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও ট্রেনে যাওয়া যাবে সিলেট। তাছাড়া বিমান যোগে যেতে চাইলেও রয়েছে ঢাকা-সিলেট এর বেশ কয়েকটি ফ্লাইট। সিলেট শহর থেকে সিএনজিতে শুকতারা রিসোর্ট যেতে ভাড়া পড়বে ১৫০ থেকে ২০০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com