প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বাঙ্গালিয়ানার মধ্য দিয়ে উদ্যাপন করেছে বৈশাখ উৎসবের।
বাঙালি জাতির ঐতিহ্যবাহী উৎসব বৈশাখ। নানা কারণে নির্দিষ্ট সময়ের পরেও প্রবাসে এই উৎসব উদ্যাপন করে থাকেন বাংলাদেশিরা।
রোববার (২ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বাঙ্গালিয়ানার মধ্য দিয়ে উদ্যাপন করেছে বৈশাখ উৎসবের।
আয়োজকরা জানিয়েছেন, নিজেদের কৃষ্টি-সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই উদ্যোগ। বাঙালি সংস্কৃতির এই উৎসব দেখতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
বাঙালি সংস্কৃতির এই উৎসব দেখতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
দেশ থেকে আগত অতিথি শিল্পী লায়লা ও বেলি আফরোজের গানে আনন্দ মেতে উঠেন উপস্থিত প্রবাসীরা। গানের পাশাপাশি নাচও দর্শকদের মনকাড়ে।
উৎসব প্রাঙ্গণের স্টলগুলোতে ছিল দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারের সমাহার। বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বৈশাখ উৎসব যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশাই সবার।