বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
Uncategorized

প্যারিসে “বাসন্তী সুন্দরী” নির্বাচিত হলেন মুন্নী খন্দকার

  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

প্যারিসের এবারের বসন্ত উৎসবে বাসন্তী শিল্পী নির্বাচিত হয়েছেন ইউরোপখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মুন্নী খন্দকার। ফ্রান্সের সামাজিক সংগঠন বন্ধন আয়োজন করে এ অনুষ্ঠানের।

বিদেশের মাটিতে যেন বাংলার বসন্তের চিরচেনা রুপ হয়ে ধরা দেন স্বনামধন্য এই কণ্ঠশিল্পী। সম্প্রতি
সঙ্গীতের মাধ্যমে দেশীয় সংষ্কৃতির বিস্তার, নারি জাগরণ ও নানাভাবে বাংলাদেশী কমিউনিটিতে অবদানের জন্য সম্প্রতি ইউরোপের জনপ্রিয় নিউজপোর্টাল নবকণ্ঠ তাকে “নবকণ্ঠ সঙ্গীতা পদক”-এ ভুষিত করে।

প্যারিসের বিখ্যাত ফ্যাশন হাউজ “বি-এলিগ্যান্ট উইথ প্রিয়” এর পক্ষ থেকে নির্বাচিত “বাসন্তী সুন্দরী” মুন্নী খন্দকারকে পুরুষ্কৃত করা হয়। পুরষ্কার তুলে দেন ফ্যাশন হাউজটির সিএইও প্রিয় ধ্রুব।

এ অনুষ্ঠানে বন্ধনের সভাপতি খ্যাতনামা শিল্পী শিউলী গিয়াস সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাসন্তী সুন্দরী নির্বাচিত হয়ে ও পুরষ্কার পেয়ে আবেগে আপ্লুত মুন্নী খন্দকার সকল মহল কে ধন্যবাদ জানিয়ে উচ্ছাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ ধরণের সম্মাননা ও আয়োজন শিল্প-সংষ্কৃতির চর্চায় পুরো কমিউনিটিকে উৎসাহ যোগাবে বলে দৃড় বিশ্বাস ব্যক্ত করেন।

উল্লেখ্য নির্বাচিত বাসন্তী সুন্দরী মুন্নী খন্দকার ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে বাংলা সংগীত ও সংষ্কৃতির বিকাশে দীর্ঘদিন উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ‘নবকণ্ঠ সঙ্গীতা’ পদকে ভূষিত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com