বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

প্যারিসের যেখানে বিনা টাকায় মিলবে খাবার

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

অর্থ সংকটে থাকা অনিয়মিত অভিবাসীদের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে রয়েছে বিনা খরচের খাবারের ব্যবস্থা৷ কিন্তু অনেকেই জানেন না সেগুলোর অবস্থান কোথায়৷ তাই যেসব স্থানে বিনামূল্যে খাবার মিলবে, তার একটি তালিকা তৈরি করেছে ইনফোমাইগ্রেন্টস৷

ইল-দ্য-ফ্রঁন্স রিজিওন বা বৃহত্তর প্যারিস অঞ্চলে খাবার দেয় বিভিন্ন অভিবাসন সংস্থা এবং এনজিওগুলো৷ এই তালিকার বাইরে আরো কিছু প্রতিষ্ঠান থাকতে পারে, যারা বিনামূল্যে খাবার পরিবেশন করে৷

প্যারিস ১ম অ্যারোন্ডিসমেন্ট

এনজিও লা শোরবা প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কানোপে লাইব্রেরির প্রথম তলায় দাতব্য সংস্থা সালভেশন আর্মির সহায়তায় সকালের নাস্তা দেয়৷

ঠিকানা: 10 passage de la Canopée, Paris, 75001

নিকটস্থ মেট্রো স্টেশন : শাতলে লে হাল/ Châtelet-les Halles.

একই ঠিকানার দ্বিতীয় তলায় প্রতি বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত খাবার দেয়া হয়৷

প্যারিস তৃতীয় অ্যারোন্ডিসমেন্ট

এনজিও লা শোরবা প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাইতে লিরিক প্রাঙ্গণে সালভেশন আর্মির সহায়তায় খাবার দেয়৷

ঠিকানা: 3 BIS Rue Papin, 75003 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন : রেউমুর সেবাস্তোপোল/ Métro Réaumur-Sébastopol.

একই অঞ্চলের অন্য এলাকায় লা শোরবা কার্নাভালেট মিউজিয়ামেও সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে৷ এই সেবা পাওয়া যাবে প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত৷

ঠিকানা: 23 Rue de Sévigné, 75003 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন : সাঁ পল/ Métro Saint Paul

প্যারিস ৪র্থ অ্যারোন্ডিসমেন্ট

লা শোরবা প্রতি সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পম্পিদো সেন্টার প্রাঙ্গনে সকালের খাবার দেয়৷

ঠিকানা: Place Georges-Pompidou, 75004 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন : মেট্রো রামবুতো/ Rambuteau

এনজিও লা হালত ফাম প্যারিসের নগর ভবনে একক বা সিঙ্গেল নারীদের আলাদাভাবে স্বাগত জানায়৷ সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার দুপুরের খাবার দেয়া হয়৷ সাপ্তাহিক ছুটির দিনে এটি বন্ধ থাকে৷

ঠিকানা: Parvis de l’Hôtel de Ville ou 5 rue Lobau, 75004

নিকটস্থ মেট্রো স্টেশন : মেট্রো হোটেল দ্যো ভিল/ Hotel de Ville

লা পারোয়াস সাঁ মেরি সোমবার থেকে রোববার সকাল সাড়ে ৮টা থেকে সকালের নাস্তা দেয়া শুরু করে৷ এছাড়া একই স্থানে রোববার দুপুর ১২:৪৫ মিনিট থেকে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকে ক্যান্টিনে৷

ঠিকানা: 76 rue de la Verrerie, 75004

প্যারিস পঞ্চম অ্যারোন্ডিসমেন্ট

লো কামিও দ্যো কোর নামের সংস্থাটি সোমবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাতের খাবার দিয়ে থাকে৷

ঠিকানা: 2, Quai Saint Bernard, 75005.

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো গার দ’অস্টারলিটজ/Gare d’Austerlitz

প্যারিস সপ্তম অ্যারোন্ডিসমেন্ট

লো কামিও দ্যো কোর নামের সংস্থাটি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাতের খাবার দেয়৷ এছাড়া শনি ও রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খাবার দেয়া হয়৷

ঠিকানা: 9 rue Fabert, 75007, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো আনভালিদ:Métro Invalides

প্যারিস নবম অ্যারোন্ডিসমেন্ট

লো কামিও দ্যো কোর বুধবার এবং শুক্রবার রাত ৮টা থেকে রাতের খাবার দেয়৷

ঠিকানা: Place de Budapest, 75009, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো সাঁ লাজার/Saint Lazare

প্যারিস দশম অ্যারোন্ডিসমেন্ট

দাতব্য সংস্থা স্যালভেশন আর্মি প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো গার দ্যো লেস্ত/ Gare de l’est এর সামনে সকালের নাস্তা দিয়ে থাকে৷ এছাড়া এই ভ্রাম্যমাণ ভ্যানটি একই স্থান থেকে গার দ্যু নর্দ হয়ে বুলভার্ড দে ইটালি এবং সাঁ ল্যাজার মেট্রো পর্যন্ত মানুষকে খাবার দেয়৷

এনজিও লো কামিও দ্যো কোর সোমবার, বুধবার, শুক্রবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এবং রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত খাবার দেয়৷

ঠিকানা: 1, avenue de Verdun.

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Gare de l’Est/ গা দ্যো লেস্ত

একই অঞ্চলের রিপাবলিক মেট্রোর সামনে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খাবার দেয়া হয়৷

ঠিকানা: রিপাবলিক/ Métro République

প্যারিস ১১তম অ্যারোন্ডিসমেন্ট

লো কামিও দ্যো কোর মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত ৮টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: 16-18 boulevard Richard Lenoir.

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Bréguet-Sabin অথবা Bastille

পারোয়াস সাঁ জোসেফ প্রতি রোববার সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সকালের খাবার দেয়৷

ঠিকানা:161 bis rue Saint-Maur, 75011 Paris

প্যারিস ১২তম অ্যারোন্ডিসমেন্ট

এনজিও লা ফাব্রিক দ্যো সুরি প্রতি সোমবার রাত ৮টায় খাবার পরিবেশন করে৷

ঠিকানা: Rue Roland Barthes, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: Gare de Lyon/গার দ্যো লিও

লো কামিও দ্যো কোর সোমবার, বুধবার এবং শুক্রবার রাত ৮ টা থেকে খাবার দেয়৷

ঠিকানা:  42 cours de Vincennes à Paris, 75012

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো নাসিও/ Nation

প্যারিস ১৪তম অ্যারোন্ডিসমেন্ট

লো কামিও দ্যো কোর সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার রাত ৮ টা থেকে এবং রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খাবার দেয়৷

ঠিকানা: Place de l’Ile-de-Sein, boulevard Arago.

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Denfert-Rochereau.

প্যারিস ১৭তম অ্যারোন্ডিসমেন্ট

দাতব্য সংস্থা স্যালভেশন আর্মি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সকালের নাস্তা দেয়।

ঠিকানা: Rue André-Bréchet, 75017, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Porte de Saint-Ouen.

একই অঞ্চলে লো কামিও দ্যো কোর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাত ৮টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: 15 Av. de la Prte de Saint-Ouen75017 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Porte de Saint-Ouen.

প্যারিস ১৮তম অ্যারোন্ডিসমেন্ট

অভিবাসন সংস্থা সলিদারিতে মিগ্রঁ উইলসন প্রতি মঙ্গলবার রাত ৮টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: 29 av. de la Porte d’Aubervilliers, 75018 Paris

নিকটস্থ স্টেশন: Tram 3b Porte d’Aubervilliers

গঁ দ্যো লা পাপোত নামক সংস্থা প্রতি বুধবার রাত ৮ টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: Place Pajol 75018 Paris

নিকটস্থ স্টেশন: Métro La Chapelle ou Gare du Nord.

লা গামেল দ্যো জরেস সংস্থা প্রতি সোমবার রাত ৮ টায় খাবার দেয়৷

ঠিকানা: 29 avenue de la Porte d’Aubervilliers 75018 Paris

নিকটস্থ স্টেশন: Tram 3b Porte d’Aubervilliers

সংস্থা লা তাব্ল ওবেরত সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে গরম খাবারদেয়৷ এছাড়া রাত সাড়ে ৮টা থেকে রাতের খাবার দেয়া হয়৷

ঠিকানা: 2 4 rue des Poissonniers, 75018 Paris

নিকটস্থ স্টেশন: . Métro Château-Rouge / Barbès

প্যারিস ১৯তম অ্যারোন্ডিসমেন্ট

সপ্তাহে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সকালের খাবার দেয়৷

ঠিকানা: rue d’Aubervilliers এবং rue du Département এর সংযোগস্থলে।

উন শোরবা পুর তুস সংস্থা সোমবার থেকে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খাবার দেয়৷

ঠিকানা: 187 boulevard de la Villette, 75019

নিকটস্থ স্টেশন: Métro Jaurès.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com