শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

পৃথিবীর ১০টি অনন্য সুন্দর দর্শনীয় স্থান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

পৃথিবীতে যত বড় বড় ফুলের বাগান রয়েছে তার প্রায় সবই নেদারল্যান্ডসে। তেমনি একটি কিউকেনহফ। এটি বিশ্বের বৃহত্তম ফুলবাগান

পৃথিবীতে এমন অনেক সৌন্দর্যের লীলাভূমি আছে যা একনজর দেখার জন্য সৌন্দর্য পিপাসুরা রীতিমত ব্যাকুল হয়ে থাকেন। তেমনি ১০টি সুন্দরতম স্থানের কথা আজ জানবো।

১.কিউকেনহফ, নেদারল্যান্ডস

পৃথিবীতে যত বড় বড় ফুলের বাগান রয়েছে তার প্রায় সবই নেদারল্যান্ডসে। তেমনি একটি কিউকেনহফ। এটি বিশ্বের বৃহত্তম ফুলবাগান। একে “কিচেন গার্ডেন” বা “গার্ডেন অব ইউরোপ” বলা হয়। পঞ্চদশ শতাব্দীতে যাত্রা শুরু করা এই বাগানের বর্তমান জমির পরিমাণ প্রায় ৮০ একর। এই বাগান থেকে প্রতিবছর ৭০ লাখের বেশি টিউলিপ উৎপাদন করা হয়। সাধারণত গ্রীষ্মকালে মানে মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

২.বারোস আইল্যান্ড, মালদ্বীপ

ছোট-বড় প্রায় আড়াই হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশ মালদ্বীপ। সবগুলো দ্বীপই অপার সৌন্দর্য বহন করে সমুদ্রের বুকে স্থান করে নিয়েছে। পর্যটকদের কাছেও মালদ্বীপ একটি অন্যরকম আকর্ষণ। মালদ্বীপের হাজারো দ্বীপের মধ্যে বারোস অন্যতম সুন্দর একটি দ্বীপ। পর্যটকদের সমুদ্রবিলাসের জন্য ও নিরালায় সময় কাটানোর জন্য এখানে সমস্ত আয়োজন রয়েছে।

৩.সালার দে ইয়ুনি, বলিভিয়া

সালার দে ইয়ুনি পৃথিবীর বৃহত্তম আয়না। বর্ষাকালে বলিভিয়ার বৃহত্তম এই লবণভূমি বিশাল এক প্রাকৃতিক আয়না তৈরি করে। লবণের এই আশ্চর্য মরুভূমিকে দেখার জন্য প্রতিবছর ছুটে আসে হাজার পর্যটক আর ফটোগ্রাফার।

৪.প্যাংগং লেক, লাদাখ

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ফুট উপরে অবস্থিত মরুভূমি আর পাহাড়বেষ্টিত এক প্রাকৃতিক নিসর্গের নাম প্যাংগং লেক। এটী ভারত ও চীনের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে অবস্থিত। এটি একেক ঋতুতে একেক রূপ ধারণ করে। সুনীল এই লেকের অপার সৌন্দর্য অবলোকন করার সবচেয়ে উপযুক্ত সময় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।

৫.অ্যান্টিলোপ ক্যানিয়ন, অ্যারিজোনা

রহস্যময় এই গিরিখাতের অবস্থান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। লক্ষ লক্ষ বছর আগে জলপ্রবাহের ফলে সৃষ্ট এই গভীর ক্যানিয়নের দেওয়ালে সূর্যরশ্মি আঁচড়ে পড়ে আশ্চর্য এক আলোছায়ার খেলা সৃষ্টি করে। রঙিন এদৃশ্য দেখার জন্য পর্যটকরা ছুটে যান সেখানে।

৬.ঝাংজিয়াজি ন্যাশনাল পার্ক, চীন

এই ন্যাশনাল পার্কটি চীনের হুনান প্রদেশের তিয়ানমেন পর্বতে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার পার্কটি দিনদিন পর্যটকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। পার্কটির ১৪১০ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে অসম্ভব সুন্দর এক কাচের সেতু।

৭.উইস্টেরিয়া টানেল, জাপান

উইস্টেরিয়া এক ধরনের ফুলের নাম। এই ফুলের গাছ দিয়েই তৈরি উইস্টেরিয়া টানেল। জাপানের কাওয়াচি ফুজি গার্ডেনে ব্যক্তি মালিকানাধীন তৈরি করা হয়েছে এই টানেল। এপ্রিল মে মাসে যখন উইস্টেরিয়া ফুলের মৌসুম তখন এই টানেল সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

৮.নর্দার্ন লাইটস, আইসল্যান্ড

নর্দার্ন লাইটস হলো অরোরা। অর্থাৎ আকাশে প্রাকৃতিকভাবে রঙের ছড়াছড়ি। এই অরোরা বেশ কয়েকটি দেশ থেকে দেখা যায়। তবে আইসল্যান্ডে অবস্থিত পিংভেলা ন্যাশনাল পার্ক অরোরা দেখার সবচেয়ে সুন্দর স্থান। অপার্থিব এই সৌন্দর্য একনজর দেখার জন্য প্রতিবছর সেখানে যান অসংখ্য পর্যটক।

৯.হা লং বে, ভিয়েতনাম

ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত এই বে একটি প্রাকৃতিক নিসর্গ। ১৯৯৪ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। হা লং বে-তে আছে সুনীল পানি আর ছোট-বড় প্রায় ২ হাজার চুনাপাথরের দ্বীপ। এতে কয়েকটি ভাসমান গ্রাম ও কৃত্রিম গুহাও আছে।

১০.ফি ফি দ্বীপপুঞ্জ, থাইল্যান্ড

পর্যটকদের চিত্তাকর্ষক ফি ফি দ্বীপপুঞ্জে রয়েছে ভ্রমণপিপাসুদের জন্য বিচিত্র সব সুবিধা। তারা চাইলে সেখানে ক্রুজিং, ক্লিফ ডাইভিং, রক ক্লাইম্বিং, ফিশিং করতে পারবে। সাথে বোনাস হিসেবে আছে মায়া উপসাগর। এটি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত একটি উপসাগর। দর্শনার্থীরা সেখানে গিয়েও উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com