তুর্কমেনিস্তানে পা রাখাটা খুবই শক্ত কাজ। সেখানে পর্যটকদের বড় একটা গুরুত্ব দেওয়া হয়না। তবে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তিনি সেই তুর্কমেনিস্তানেও পা রেখে ফেললেন। আর তার সঙ্গেই তিনি বিশ্বের ১৯৩টি দেশে ঘোরার অনন্য রেকর্ড তৈরি করতে পারলেন।
পৃথিবীর সবকটি দেশে পা রাখলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ব়্যাম্বলিন ব়্যান্ডি। তুর্কমেনিস্তানের নরকের দরজাও তিনি দেখে এসেছেন। যেখানে একটি অগ্নিকুণ্ড জ্বলেই চলেছে।
১৯৩টি দেশে গত ১০ বছর ধরে ঘুরে চলেছেন তিনি। ১০ বছরের চেষ্টায় ১৯৩টি দেশে পা রেখে এখন পৃথিবীর সব দেশ ঘুরে ফেলা ব়্যাম্বলিন তাঁর পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন। এবার তিনি তাঁর নিজের দেশ তৈরি করতে চলেছেন। তেমনই দাবি করেছেন তিনি। কী পরিকল্পনা তাঁর?