নতুন বছরের প্রথমেই কোন রকম গুঞ্জন ও পূর্ভাবাস ছাড়াই ভক্তদের চমক দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খান। মিথিলার সাথে বিবাহ বিচ্ছেদের ৭ বছর পর একাকীত্ব জীবনের অবসান ঘটালেন তাহসান। নিউইয়র্কের বাসিন্দা ও বিউটিশিয়ান রোজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সম্প্রতি। প্রথমদিকে বিষয়টি প্রকাশ না পেলেও শুক্রবার নিউইয়র্ক সময় দুপর থেকে বিষয়টি নিয়ে তাহসান ভক্তদের মধ্যে আলোচনার শুরু হয়। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের ফেসবুক গ্রুপে বিয়ের বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করেন অনেকে।
পাত্রীর নাম রোজা আহমেদ। পেশায় তিনি একজন মেকওভার আর্টিস্ট ও উদ্যোক্তা। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন তিনি।
জানা গেছে, প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রোজা আহমেদ বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকায় হিলসাইপড রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।