1. [email protected] : চলো যাই : cholojaai.net
পুরো ক্যুইবেককে গ্রীন জোন ঘোষণা, কিন্তু কতটা নিরাপদ?
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
Uncategorized

পুরো ক্যুইবেককে গ্রীন জোন ঘোষণা, কিন্তু কতটা নিরাপদ?

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১

গত ২৮শে জুন সোমবার থেকে মন্ট্রিয়লসহ পুরো ক্যুইবেক গ্রীন জোনে পরিণত হয়েছে। যদিও খুব সামান্য কিছু বিধিনিষেধ এখনো বহাল আছে। পূর্বেই বেশ কয়েকটি শহর গ্রীন জোনে ছিল। কিন্তু বেশি জনসংখ্যার শহর মন্ট্রিয়ল, লাভাল ও ক্যুইবেক সিটি গত সোমবার থেকে গ্রীন জোন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

ভ্যাকসিন প্রচারাভিযান এবং ডিকনফাইনমেন্ট পরিকল্পনার সাফল্যের কথা উল্লেখ করে ক্যুইবেক প্রিমিয়ার বলে, আমরা প্রস্তুত।
সোমবার থেকে তিনটি ভিন্ন ঠিকানার বাসার সর্বোচ্চ ১০ জন বাসার ভেতরে একত্রিত হতে পারবে এবং আউটডোরে সর্বোচ্চ ২০ জন জড়ো হতে পারবে। এছাড়া শুক্রবার থেকে নতুন বিধি ঘোষণা করা হয়েছে – যারা ২টি ভ্যাকসিন নিয়েছেন তাদের? বাইরে বেরোতে হলে মাস্ক পড়তে হবে না কিংবা সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে না।

এছাড়া জানাজা, বিবাহ অনুষ্ঠান এবং উপাসনা ঘরে সর্বোচ ২৫০ জন রাখা যাবে। তবে বিবাহের অভ্যর্থনা উপস্থিতিতে বাড়ির ভিতরে ২৫ জন এবং বাইরে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বার কিংবা রেস্টুরেন্টের টেরাসে সর্বোচ্চ ২০ জনের বসার ব্যবস্থা করা যাবে। তবে খোলা মাঠের উত্সবে ৩৫০০ জনের উপস্থিতি রাখা যাবে কোন ধরণের আসন ব্যবস্থা না করেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com