আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল ২০২৪।
এই স্কলারশিপের এর আওতায় শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশন ফি লাগবে না। এছাড়াও মাসিক উপবৃত্তি, ভ্রমণ ভাতা ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। স্নাতকের সময়সীমা ৪ বছর।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্থ সায়েন্স, এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি লাইফ সায়েন্স, ফিজিক্স, ফটোনিক্স, কেমিস্ট্রি, বায়োমেডিকেল সায়েন্স, ন্যানোবিও মেটেরিয়ালস এবং ইন্টিগ্রেটেড টেকনোলজিতে অধ্যয়ন করা যাবে এ স্কলারশিপের মাধ্যমে।
গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু প্রদেশে অবস্থিত। এটি ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে।
সুবিধাসমূহ
* প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ৩৬ লক্ষ ৭ হাজার ওন (বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ ৯৩ হাজার ১৫৯ টাকা) দেয়া হবে।
* স্নাতকোত্তরের শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবে ১ লক্ষ ৪০ হাজার ওন (১১ হাজার টাকা) এবং পিএইচডির শিক্ষার্থীরা পাবে ২ লক্ষ ৯৫ হাজার অন্য (২৪ হাজার টাকা)।
* আগের সেমিস্টারে সিজিপিএ ৩ এর উপর থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি বাবদ ১ লক্ষ ২০ হাজার ওন দেয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ৯ হাজার ৭৫০ টাকা।
* রিসার্চ এসিস্ট্যান্টশিপ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রায় ৬৪ লক্ষ ওন দেয়া হবে (৫ লক্ষ ২০ হাজার ১৬১ টাকা)।
* আর পিএইচডির শিক্ষার্থীদের দেয়া হবে ১ কোটি ৩৭ লক্ষ ৪০ হাজার ওন (প্রায় ১১ লক্ষ ১৬ হাজার ৭২১ টাকা)।
* খাবার ভাতা বাবদ ১ লক্ষ ওন (৮ হাজার টাকা)।
* ৮০ শতাংশ স্বাস্থ্যবীমার খরচ বহন করবে।
* দেওয়া হবে বিমানে যাওয়ার খরচও।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে।