পর্যটন শিল্পের প্রসার ও ভ্রমণ আনন্দদায়ক করতে বান্দরবানে প্রথমবারের মত চালু হল ছাদখোলা বাস।
‘হিল ভিউ’ আবাসিক হোটেল কর্তৃপক্ষ সোমবার সকালে ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের স্বত্বাধিকারী কাজল কান্তি দাশ।
এই বাসে করে পর্যটকরা চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলায়ের মত দর্শনীয় স্থানগুলো স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাসে রাখা হয়েছে মিউজিক সিস্টেম। প্রতিটি বাসে ৩০ জনের বেশি পর্যটকের বসার ব্যবস্থা আছে।
ছাদখোলা বাসের চালক মো. ফুরকান বলেন, “এই বাসে করে পর্যটকরা জেলার বেশিরভাগ পর্যটনকেন্দ্র ভ্রমণে যেতে পারবেন। ঘোরাঘুরি শেষ না হওয়া পর্যন্ত স্পটে পর্যটকদের জন্য অপেক্ষায় থাকবে বাস। নির্ধারিত সময় শেষে একই স্থানে নিয়ে আসা হবে।”
পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে কথা চিন্তা করে ছাদখোলা বাস চালু করা হয়েছে বলে জানান তিনি।
বান্দরবান জোন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহামুদ জানান, বান্দরবানে পর্যটন বিকাশে নিয়মিত পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়া হয়। এবার পর্যটকদের জন্য নতুন সংযোজন হল ছাদখোলা বাস; এতে কম খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা।
ছাদখোলা বাসের কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তীতে আলোচনা করে পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।