বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

পাহাড়ে রোদ–মেঘের খেলা

  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

শরতের পাহাড় এখন মেঘে সেজেছে। পাহাড়ের ভাঁজে ভাঁজে রোদ, মেঘ আর বৃষ্টির খেলা। ভোর থেকেই পাহাড়ে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা। এই সৌন্দর্য দেখতে অনেকেই পাহাড়ে ঘুরতে আসেন। রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে গত শনিবার থেকে সোমবারের মধ্যে ছবিগুলো তোলা হয়েছে।

শরতের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বাঘাইছড়ি উপজেলায় ঘুরতে এসেছেন একদল পর্যটক।
শরতের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বাঘাইছড়ি উপজেলায় ঘুরতে এসেছেন একদল পর্যটক।

বরকল উপজেলার শিলার ডাক ঝরনা এলাকার ছড়াগুলোতে এখন ভরপুর পানি। এসব ছড়া ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের স্থান।
বরকল উপজেলার শিলার ডাক ঝরনা এলাকার ছড়াগুলোতে এখন ভরপুর পানি। এসব ছড়া ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের
স্থান।
বৃষ্টি শেষে মেঘ নেমে এসেছে পাহাড়ের কোলে। এমন দৃশ্য ছবিতে ফ্রেমবন্দী করছেন এক নারী।

বৃষ্টি শেষে মেঘ নেমে এসেছে পাহাড়ের কোলে। এমন দৃশ্য ছবিতে ফ্রেমবন্দী করছেন এক নারী।

বরকলের মাঝিপাড়া এলাকায় মেঘ-পাহাড়ের অপরূপ মিতালি।
বরকলের মাঝিপাড়া এলাকায় মেঘ-পাহাড়ের অপরূপ মিতালি।

দুই শিশুকে নিয়ে ছড়া থেকে পানি সংগ্রহ করে ঘরে ফিরছেন পাহাড়ি এক গৃহবধূ। বাঘাইছড়ির শিলছড়া এলাকা।
দুই শিশুকে নিয়ে ছড়া থেকে পানি সংগ্রহ করে ঘরে ফিরছেন পাহাড়ি এক গৃহবধূ। বাঘাইছড়ির শিলছড়া এলাকা।

সবুজে ঢাকা পাহাড়ের কোলে কাপ্তাই হ্রদের জলরাশিতে চলছে কায়াকিং।
সবুজে ঢাকা পাহাড়ের কোলে কাপ্তাই হ্রদের জলরাশিতে চলছে কায়াকিং।

বালুখালী এলাকায় হ্রদ ও পাহাড় ছাড়াও মাঝেমধ্যে দেখা মেলে রংধনুর।
বালুখালী এলাকায় হ্রদ ও পাহাড় ছাড়াও মাঝেমধ্যে দেখা মেলে রংধনুর।

রাঙামাটির বরকল উপজেলার মাঝিপাড়া এলাকায় মেঘের ভেলা।
রাঙামাটির বরকল উপজেলার মাঝিপাড়া এলাকায় মেঘের ভেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com