পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি। পাহাড়ের প্রধান তিন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উৎসবটি পালন করে। পাহাড়ের এই উৎসবকে ত্রিপুরারা বলে ‘বৈসুক’, মারমারা বলে ‘সাংগ্রাই’ আর চাকমারা বলে ‘বিঝু’। ত্রিপুরাদের বৈসুক থেকে ‘বৈ’, মারমাদের সাংগ্রাই থেকে ‘সা’, আর চাকমাদের বিজু থেকে ‘বি’ একত্রে ‘বৈসাবি’ নামে পরিচিত। আজ সোমবার বৈসাবির প্রথম দিন বিশ্বশান্তি ও মঙ্গল কামনা, পরিবার–পরিজনের সুখ-শান্তি কামনায় নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনা করার দিন। এ ছবির গল্পে বৈসাবির প্রথম দিনে নদীতে ফুল ভাসানোর কিছু চিত্র তুলে ধরা হলো।