বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
Uncategorized

পাহাড়ের নীরবতা প্রায় সকল মানুষেরই পছন্দ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

পাহাড়ের নীরবতা প্রায় সকল মানুষেরই পছন্দ। পাহাড়ের শান্ত, নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চায় সকলেই। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে একটু ছুটি মিললেই মানুষ ছুটে যায় প্রকৃতিকে উপভোগ করতে। তবে পাহাড়ি এলাকায় ভ্রমণের খরচ একটু বেশি হওয়ায় সাধারণ মানুষদের পক্ষে অনেক সময়ই সেই বিপুল পরিমান অর্থ ব্যয় করা সম্ভব হয়না। আবার টানা অনেক দিনের ছুটিও মেলাও সমস্যা। তাই খুব কম দিনের জন্য অল্প ব্যয়ে ঘুরে আসা যেতে পারে দার্জিলিংয়ের কাছাকাছি রাঙ্গারুন নামক একটি গ্রামে। শান্ত নিরিবিলি এই গ্রামে খুব সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করা যাবে। সবুজে মোড়া প্রকৃতি ও চা বাগানের মাঝে এখানে সীমিত কিছু কটেজ রয়েছে। যা সুন্দর করে সাজানো হয়েছে ভ্রমনার্থীদের জন্য।

Rangaroon Tea Estate

সবুজে ঘেরা প্রকৃতির মাঝে স্থানীয় কটেজগুলি থেকে দেখা মিলবে দার্জিলিংয়ের পাহাড় ও পিছনে কাঞ্চনঙ্ঘার। দুদিকে সবুজ গাছপালার মাঝে পাহাড়ের গা বেয়ে নামতে নামতে চোখে পড়বে চা বাগানের। যার নাম রাঙ্গুন টি এস্টেট। এই চা বাগানে শ্রমিকরা আসে এবং দিনের শেষে নিজেদের কাজ সেরে বাড়ি ফিরে যায়। জীবনে সামান্য একটু রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে চাইলে যে কেউ ট্রেকিং রুট হিসেবেও বেছে নিতে পারেন এই জায়গাকে। জঙ্গলের ভেতর পাখির কলরব ও আনাগোনা লেগেই রয়েছে সর্বক্ষণ। পাহাড়ি ঝর্নারও দেখা মিলবে মাঝেমাঝে। এমনকি কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে হরিণেরও। চা বাগান থেকে ফিরে এসে দুপুরের খাওয়া এবং চা ও পকোরার সঙ্গে জমে যাবে সন্ধ্যে স্ন্যাক্স। রাতে কতজন ভেতর গান, গিটার ও কীবোর্ডের সুরে মেতে উঠবেন সকলেই। এছাড়াও রাঙ্গা রুম গ্রাম থেকে পর্যটকেরা আশেপাশের সাইট সিন দেখার জন্য ঘুরে আসতে পারেন নাম্থিন পোখরী, আহালদারা, মহলদিরাম, শীতং প্রভৃতি জায়গায়।

  • ট্রেনে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন থেকে গাড়িতে জোড় ভাঙলো নামক একটি স্থানে পৌঁছানোর পর সেখান থেকে গাড়িতে মিনিট ১৫ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেলেই পৌঁছে যাওয়া যাবে রাঙ্গারুন গ্রামে।
ট্রেনের নাম ট্রেন ছাড়বে যে স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়+দিন নামতে হবে সাধারণ ভাড়া
কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদহ রাত ৮.৩৫ 

(রবিবার-শনিবার)

শিলিগুড়ি জাংশন ১৮৫/-
নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া জাংশন দুপুর ২.২৫ 

(সোমবার, মঙ্গলবার,বুধবার,

বৃহস্পতিবার, শুক্রবার,শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন পরিবর্তনশীল
সরাইঘাট এক্সপ্রেস হাওড়া জাংশন  দুপুর ৩.৫৫ 

(রবিবার-শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৯৫/-
কাম্রুপ এক্সপ্রেস হাওড়া জাংশন সন্ধে ৬.৩০ 

(রবিবার,

মঙ্গলবার,বুধবার,

বৃহস্পতিবার, শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৮০/-
নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া জাংশন সকাল ৫.৫৫ 

(রবিবার,সোমবার

মঙ্গলবার,

বৃহস্পতিবার, শুক্রবার,শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন পরিবর্তনশীল
তিস্তা তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ দুপুর ২.৪৫ 

(রবিবার-শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৮৫/-
দার্জিলিং মেল শিয়ালদহ রাত ১০.০৫ 

(রবিবার-শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৮৫/-

থাকার জায়গা

  • রাঙ্গারুন ট্রেকার্স হাট (Rangaroon Trekkers Hut)

Rangaroon Tea Estate

ফোন নম্বর

  • ৮৩২৭৩৯২১২৬

কলকাতা থেকে দূরত্ব

  • আনুমানিক ৬০০ কিলোমিটার

কলকাতা থেকে মোট সময় লাগে

  • আনুমানিক ৮:৩০-৯ ঘন্টা।

 

মাথাপিছু খরচ

  • ১৫০০ টাকা
  • ১২৫০ (শুধু ব্রেকফাস্ট ও ডিনার)

খাবার পাওয়া যায়

  • বাঙালি ও স্থানীয় খাবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com