উত্তরবঙ্গে এমন বেশ কয়েকটি জায়গা আছে যেখানকার অসাধারণ শোভা রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়বে বিশ্বের তাবড় পর্যটন কেন্দ্রগুলিকে। সমতল থেকে বহু উঁচুতে একের পর এক পাহাড়-ঘেরা গ্রামে হরেক রঙের পাহাড়ি ফুলের অনন্য সাধারণ সৌন্দর্য্যে পর্যটকরা মোহিত হয়ে যান। এই প্রতিবেদনে তেমনই একটি গ্রামের উল্লেখ পাবেন পাঠকরা। একবার যে গ্রামে ঢুঁ মারলে, ফিরতে মন চাইবে বারবার। দিন কয়েকের এই ‘বিলাসিতা’ জীবনভর স্মৃতির পাতায় রঙিন হয়ে থাকবে।
কালিম্পঙের সবুজ পাহাড়ে ঘেরা গ্রাম ভালুকহোপ। এগাঁয়ের সৌন্দর্য্যের কথা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। সমুদ্রপৃষ্ঠ এই এলাকার উচ্চতা প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট। নির্জন-নিরিবিলি এতল্লাটে মন পাবে আরাম। ছোট্ট এই গ্রামের বাসিন্দাদের অসাধারণ আতিথেয়তা উপরি পাওনা। শীতকাল তো বটেই, তাছাড়াও বছরে যে কোনও সময়ে এই গ্রামে একবার ঢুঁ মেরে আসতে পারেন। পছন্দের সঙ্গী বা পরিবারের সদস্যদের নিয়ে নিরিবিলি-নিরালায় দিন কয়েকের ছুটি কাটানোর জন্য এতল্লাটের যেন জুড়ি নেই।