ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টার নষ্ট হয়ে যাওয়ায় কয়েক হাজার দক্ষিণ আফ্রিকা প্রবাসী পাসপোর্ট সময়মতো না পাওয়ায় ভিসা নবায়ন করার সময় পার হয়ে গেছে। আরও হাজারো প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পাসপোর্ট হাতে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগী বাংলাদেশিরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ছয় মাস আগে পাসপোর্ট নবায়ন করতে দিয়ে এখনও হাতে পাচ্ছে না এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে পাসপোর্ট প্রিন্টার নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করলে প্রবাসীদের মধ্যে চরম হতাশা দেখা যায়। তারা পাসপোর্ট সময়মতো হাতে না পেলে দেশটিতে যে ভিসা কার্যক্রম চলছে তা থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রবাসীরা জানান, সময়ের মধ্যে আবেদন না করতে পারলে ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ জটিলতার সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে কয়েকশ প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে আবেদন করা পাসপোর্ট তারা হাতে পাননি।