শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

পাল্লা দিয়ে বাড়ছে উড়োজাহাজের টিকিটের দাম

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ঈদযাত্রায় সামর্থ্যবানদের প্রথম পছন্দ ভোগান্তিহীন আকাশপথ। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাই উড়োজাহাজের টিকিটের দাম। ঢাকা ছাড়ার সব রুটের টিকিট বিক্রিও প্রায় শেষ।

ঈদে যেতে হবে বাড়ি। বাস, ট্রেন, লঞ্চ কিংবা ব্যক্তিগত গাড়ি; যাত্রীদের বাড়তি চাপের সঙ্গে আছে নানা ভোগান্তি। তবে এক্ষেত্রে অনেকটাই আরমদায়ক আকাশপথ। তাই যাদের সামর্থ্য আছে তারা ঢাকা ছাড়তে উড়োজাহাজকেই বেছে নিচ্ছেন। এয়ারলাইনসগুলো বলছে, ঈদের টিকিটের চাহিদা খুবই বেশি।

নভোএয়ার হেড অব মার্কেটিং মিসবা-উল ইসলাম বলেন, “টিকিটের চাহিদা আছে, মূলত ১৭ তারিখ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত ভালো চাহিদা। সৈয়দপুর, যশোর এবং রাজশাহী এই তিন রুটে চাহিদা বেশি।

এয়ারএস্ট্রা সিইও ইমরান আসিফ বলেন, “ঈদ উপলক্ষে আমরা আলাদা করে কোনো ফ্লাইট ওপেন করছিনা। সিডিউলের ফ্লাইটগুলোই অপারেট করছি। আজকের পর থেকেই বেশির ভাগ টিকিট বিক্রি শেষ।”

বৈশ্বিক নিয়মেই চাহিদা বাড়লে বাড়ে উড়োজাহাজের টিকিটের দামও। এবারও তার ব্যতিক্রম হয়নি।

মিসবা-উল ইসলাম বলেন, “বিমানের ভাড়া বাস বা লঞ্চের মতো নয়, প্লেনের ভাড়া সারা দুনিয়া জুড়ে একটা ডাইনেমিক সিস্টেমে চলে। সেটা হচ্ছে সর্বনিম্ন ভাড়া থেকে শুরু হয় যখনই ফ্লাইটগুলো ভরতে থাকে তখন ভাড়া বাড়তে থাকে।”

ইমরান আসিফ বলেন, “যাওয়ার সময় যাচ্ছি শতভাগ কিন্তু ফেরার সময়ে ২০ শতাংশ। কিন্তু খরচ তো একই থাকছে, তা তো তুলতে হবে। এই কারণেই বেশির ভাগ এয়ারলাইন্সে ঈদের আগের ৭ দিন পরের ৭ দিন ভাড়া বাড়ে শুধু খরচটা তোলার জন্য।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার অপেক্ষাকৃত কম দমে টিকিট বিক্রি করছে। তবে পারছে না বেসরকারি এয়ারলাইনগুলো। বিমানের লোকসানের দায় সরকার বহন করে, তাই এটা সম্ভব বলছে বেসরকারি এয়ালাইনগুলো।

টিকিটের চাহিদা বাড়তে থাকায় বেসরকারি এয়ালাইনগুলো ফ্লাইট বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com