রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

পাল্টে যাচ্ছে পর্যটনের ধরন, নেপথ্যে ‘স্লিপ টুরিজম’

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

ভ্রমণে বেরিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা নেয়ার চেয়ে বিরতিহীন ঘুমের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন অনেক পর্যটক। ‘স্লিপ টুরিজম’ নামে পরিচিত এই নতুন প্রবণতার জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ার কারণে পাল্টে যাচ্ছে পর্যটনের ধরন। এমন মত দিয়েছেন পর্যটন বিশেষজ্ঞরা। অভিযাত্রা বা অ্যাডভেঞ্চারের নামে বেরিয়ে পর্যটকরা রাতের বিরামহীন, গভীর এবং আরামের ঘুমের জন্য মুখিয়ে থাকেন। এমনকি দিনের বেলায় পুনরুজ্জীবক ন্যাপ বা ছোট্ট ঘুম উপভোগের জন্য বিভিন্ন গন্তব্যস্থলে যাত্রা করেন তারা। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের মধ্যে এমন ‘স্লিপ টুরিজম’ ব্যাপকমাত্রায় জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, উপসাগরীয় ধনী দেশটির ৩৮ শতাংশ মানুষ ‘স্লিপ টুরিজম’-কে সাদরে গ্রহণ করেছেন।

সাধারণ দর্শণার্থী, ভ্রমনপ্রেমী, পর্যটকরা অ্যাডভেঞ্চার ও নতুন কিছু দেখার চেয়ে পর্যটন কেন্দ্রগুলোতে বিরামহীনভাবে ঘুমিয়ে রাত-দিন কাটাতে মরিয়া হয়ে উঠেছেন। হিল্টনের ২০২৫ সালের ট্র্যাভেল ট্রেন্ডস প্রতিবেদন বলা হয়, আমিরাতের ভ্রমণকারীরা বিশ্রামের পাশাপাশি বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে পুনঃসংযোগ স্থাপনকেও অগ্রাধিকার দিচ্ছেন কারণ দেশে জীবনযাত্রা ক্রমশ দ্রুতগতি এবং যান্ত্রিক হয়ে উঠছে। তারা ঘুমের মান উন্নত করতে, আরাম করতে এবং নিজেদের শারীরিক ও মানসিকভাবে উজ্জ্বীবিত করতে ভ্রমণে যেতে প্রস্তুত। তবে নতুন কিছু দেখা, ছোটাছুটি করার চেয়ে টানা কয়েকদিন বিছানায়, সোফায় শুয়ে-বসে কাটিয়ে দেন শুধুমাত্র আরামের ঘুমের জন্য। ‘শুধু একদিন আরামে ঘুমানোর জন্য’ : সংবাদমাধ্যম খালিজ টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা স্যালি ম্যাডিসন বলেন, ‘দুবাইয়ের জীবন এত দ্রুতগামী ও যান্ত্রিক যে মাঝে মাঝে আমাদের সবারই একটি বিরতির প্রয়োজন হয়। আমার স্বামীর ব্যস্ত সময়সূচি, আমার রুটিন এবং সন্তানদের সামলানোর কারণে আমরা প্রায়ই সেই অবসর বা একসঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাই না। তাই যখন আমরা ছুটিতে যাই, তখন বিশ্রামকে অগ্রাধিকার দেই।’

এই ব্রিটিশ প্রবাসী বলেন, ‘আমি বেশি কিছু করার পরিকল্পনা করি না; যদি মনে হয় সারাদিন বিছানায় শুয়ে সিনেমা দেখব, আমরা ঠিক সেটাই করি। ছুটিতে যাওয়া মানে সব দৈনন্দিন কাজ থেকে দূরে থাকা, যা আমাদেরকে সত্যিকারের বিশ্রাম নিতে সহায়ক হয়। আমার অনেক বন্ধু এখানে একই রকমভাবে ঘুমিয়ে থাকেন। বিশেষ করে যাদের শিশু সন্তান রয়েছে। তারা শুধু একদিন আরামে ঘুমানোর স্বপ্ন দেখেন।’

পুরোনো ধাঁচের দর্শন বা অ্যাডভেঞ্চারভিত্তিক ছুটির বিপরীতে, ‘স্লিপ টুরিজম’-এর মাধ্যমে বিরতিহীন বিশ্রামের অভিজ্ঞতা এবং ঘুমের জন্য উপযোগী আবাসনকেন্দ্রের দিকে ঝুঁকছেন তারা। নতুন এই ধারার সঙ্গে খাপ খেয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন হোটেল এবং রিসোর্ট মালিকরা। এখন তারা ‘স্লিপ প্যাকেজ’ চালু করেছেন, যেখানে ব্ল্যাকআউট পর্দা, শব্দ নিরোধক কক্ষ, উন্নতমানের বেড, ঘুম আনায়ক চা, গাইডেড মেডিটেশন এবং পার্সনালাইজড স্লিপ থেরাপি রয়েছে। এখন ৫৭ শতাংশ আমিরাতের ভ্রমণকারী ঘুমের মান উন্নত করতে বিশেষ সুবিধাসম্পন্ন হোটেল পছন্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com