রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

পাখির ধাক্কায় বিমানে যান্ত্রিক ত্রুটি, পাইলটের দক্ষতায় অল্পের জন্য রক্ষা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান অবতরণের সময় পাখির ধাক্কায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানের সামনের অংশে। ত্রুটি সারিয়ে প্রায় চার ঘণ্টা পর এটি সৈয়দপুর ছেড়ে যায়।

রবিবার (১১ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে বিমানবন্দরে অবতরণের আগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানে ৭৪ জন যাত্রী ছিলেন। তারা আতঙ্কিত হয়ে পড়েন। দুপুরে এটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর আসার পথে বিমানবন্দরে নামার সময় সকাল সোয়া ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ৪৯১) একটি বিমানের সামনের অংশে পাখির ধাক্কা লাগে। এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর ৭০ জন যাত্রী নিয়ে বিমানটি দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

বিমানের যাত্রী শাম্মি আকতার বলেন, ‘ঠিক সোয়া ৮টার দিকে বিমান ল্যান্ড করছিল সৈয়দপুর বিমানবন্দরে। হঠাৎ বিমানে প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টি হয়। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।’

শরিফুল ইসলাম ও আবু জাহিদ বসুনিয়া নামের দুজন যাত্রী জানান, পাইলটের দক্ষতায় বিমান অবতরণ করলেও তারা নামার পরে দেখেন, পাখির ধাক্কায় বিমানের সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝাঁকুনিতে সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘এভিয়েশন প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সরাতে সক্ষম হই আমরা। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com