ক্রমেই মানুষের বদলে যাবতীয় কাজ করবে এআই। কয়েকদিন আগেই এমন রিপোর্ট প্রকাশিত হয়েছিল। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দাপটে কর্মহীন হবেন নানা পেশার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ। এবার সেই তালিকায় যোগ হল বিমানচালকের পেশাও। বিখ্যাত বিমান সংস্থা এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেছেন, আগামী দিনে মানুষ নয়, বিমান চালাবে এআই প্রযুক্তিই। অর্থাৎ যন্ত্রচালিত বিমানে চেপেই যাতায়াত করবেন যাত্রীরা।
একটি সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, ‘সাধারণত একটি বিমানে দু’জন পাইলট থাকেন। তবে আগামী দিনে একজনের উপরেই ভার থাকবে বিমান পরিচালনা করার। আরেক পাইলটের দায়িত্ব সামলাবে এআই প্রযুক্তিও। তবে যাত্রীরা সেটা বুঝতে পারবেন না।’ এমিরেটস প্রেসিডেন্টের মতে, আগামী দিনে আরও অনেক বেশি শক্তিশালী হবে এআই প্রযুক্তি। তাকে আরও নানা ক্ষেত্রে কাজে লাগানো যাবে।
ক্লার্ক আরও বলেছেন, “কী কাজে এআই ব্যবহার করা উচিত, তা নিয়ে নানা তর্ক রয়েছে। তবে আমি মনে করি, কাজে উন্নতি করতে কী কী উপায় রয়েছে সেগুলি সম্পর্কে জানা দরকার।” তবে এমিরেটস প্রধানের মতে, যাত্রীরা এখনই পাইলট হিসাবে মানুষের কোনও বিকল্প মেনে নিতে তৈরি নন। এআই পাইলটের চালানো বিমানে হয়তো অনেকেই নিরাপদ মনে করবেন না। তবে আপাতত একজন মানুষের সঙ্গে এআই পাইলট ব্যবহার করা যেতেই পারে। আগামী দিনে কি তাহলে পাইলট ছাড়াও উড়তে পারে যাত্রীবাহী বিমান? সেই সম্ভাবনা একেবারে নস্যাৎ করছেন না ক্লার্ক।
যদিও এআই পাইলটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে ক্লার্কের মনেই। ওই সাক্ষাৎকারেই তিনি বলেছেন, “শুধুই বিমান চালানোটা পাইলটের কাজ নয়। সমস্ত যাত্রীদের সুরক্ষিত রাখা, তাদের সুবিধা-অসুবিধার খেয়াল করা- সমস্ত দায়িত্বই থাকে পাইলটের কাঁধে। এমনকি জরুরি পরিস্থিতিতে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই গুরুদায়িত্বও বিমানের পাইলটকেই নিতে হয়।” এআই প্রযুক্তি এখনও সেরকম উন্নত হয়নি বলেই মত ক্লার্কের।
সূত্র: রয়টার্স