সলমানদের কাছে সবচেয়ে পবিত্র রমজান মাস ঘনিয়ে এসেছে। এ বছর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ ফেব্রুয়ারি অথবা আগামী ১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
তবে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে পরের দিন ১ মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা। আর এমনটি হলে “বিরল” ঘটনা প্রত্যক্ষ করবে মুসলিম বিশ্ব।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের রমজান মাস একটি বিশেষ তাৎপর্য বহন করছে। এবারের রমজান মাস যদি ১ মার্চ থেকে শুরু হয় তবে চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার “বিরল” দিন প্রত্যক্ষ করবে মুসলিম বিশ্ব। যেটি প্রতি ৩৩ বছর পর পর মাত্র একবার ঘটে।
রমজান শেষ হওয়ার আগে আমদানি শুল্কে পরিবর্তন আনবে না সরকার রমজান শেষ হওয়ার আগে আমদানি শুল্কে পরিবর্তন আনবে না সরকার মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে। অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান টাইমআউটদুবাই ডটকমকে বলেছেন, “ধারণা করছি, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম হবে এবং সে অনুযায়ী ১ মার্চ শনিবার রমজান মাসের প্রথম দিন হবে।”
হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। যদি চাঁদ এক দিন আগে দেখা যায়, তবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকেও রমজান মাস শুরু হতে পারে।