শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
Uncategorized

পশ্চিম এশিয়ার সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করল ইরান

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

পশ্চিম এশিয়ার সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত বৃহস্পতিবার এই সুড়ঙ্গ পথের উদ্বোধন করেন।

দীর্ঘ সুড়ঙ্গ পথটি আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজে যাতে ভ্রমণ করার জন্য এই দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে।

তেহরান-শোমাল হাইওয়েতে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে সাড়ে ছয় কিলোমিটারের এই  সুড়ঙ্গ পথ।

প্রেসিডেন্ট রুহানি এই সুড়ঙ্গ পথ ছাড়াও ইরানের বিভিন্ন অংশে বাস্তবায়িত পাঁচটি গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প উদ্বোধন করেন। আগামী ৫ আগস্ট প্রেসিডেন্ট রুহানির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com