মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

পর্যটকদের জন্য ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহর ঢাকা: ফোর্বস

  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
দক্ষিণ এশিয়ার আরেক মহানগর পাকিস্তানের বন্দর নগরী করাচি পর্যটকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। করাচির স্কোর ৯৩ দশমিক ১২।

ফোর্বস অ্যাডভাইজরের ২০২৪ সালের এক পর্যালোচনা অনুযায়ী, বিশ্বের যেসব শহর পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ, তারমধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শহরগুলোতে অপরাধ প্রবণতা, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা – এই ছয়টি মানদণ্ড অনুযায়ী র‍্যাংকিংয়ে স্কোর দেওয়া হয়। মোট ৬০টি শহরকে রাখা হয়েছে র‍্যাংকিংয়ে। এরমধ্যে ঢাকার স্কোর ৮৯ দশমিক ৫০।

স্কোর যত বেশি শহরটি ততো ঝুঁকিপূর্ণ, অন্যদিকে তা কম থাকলে সেটি তুলনামূলকভাবে নিরাপদ।

দক্ষিণ এশিয়ার আরেক মহানগর পাকিস্তানের বন্দর নগরী করাচি পর্যটকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। করাচির স্কোর ৯৩ দশমিক ১২।

বিশ্বের ঝুঁকিপূর্ণ শীর্ষ ১০ শহরের তালিকায় আরো রয়েছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস, মিয়ানমারের ইয়াঙ্গুন (পূর্বনাম রেঙ্গুন), নাইজেরিয়ার লাগোস, ফিলিপাইনের ম্যানিলা, কলম্বিয়ার বোগোটা, মিশরের কায়রো, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, এবং ইকুয়েডরের কুইটো। এরমধ্যে ১ম স্থানে রয়েছে কারাকাস।

বিপরীতে পর্যটকদের জন্য নিরাপদ শীর্ষ শহরগুলো হলো – টোকিও, টরোন্টো, সিডনি, জুরিখ, কোপেনহেগেন, সিওল, ওসাকা, মেলবোর্ন ও আমস্টারডাম।

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও নিরাপদ দুই ধরনের মহানগরীই রয়েছে এশিয়ায়, সে তুলনায় ইউরোপের শহরগুলো সার্বিকভাবে নিরাপদ বলে র‍্যাংকিংয়ে জানানো হয়েছে। ইউরোপের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো ইতালির মিলান, র‍্যাংকিংয়ে ২৬ তম অবস্থানে রয়েছে শহরটি। এরপরেই ঝুঁকিপূর্ণ হলো ইতালির রাজধানী রোম এবং ফ্রান্সের প্যারিস। সে তুলনায়, জুরিখ, কোপেনহেগেন ও আমস্টারডামের মতো শহরগুলো বিশ্বের শীর্ষ নিরাপদ শহরের মধ্যে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com