পর্যটকদের জন্য সুখবর। বন্দে ভারতের পর এবার পূর্ব ভারতের প্রথম ‘ভারত গৌরব’ ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে। রেল মন্ত্রকের তরফে জানা গিয়েছে, মূলত ট্যুরিস্টদের কথা ভেবেই বিশেষ এই ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। পূর্ব রেলের এক আধিকারিকের কথায়, পূর্ব ভারতের প্রথম ‘গৌরব ভারত’ ট্রেনটি কলকাতা স্টেশন থেকে রওনা দেবে। জানা গিয়েছে, ২০ মে কলকাতা স্টেশন থেকে ছেড়ে ৫টি জ্যোতির্লিঙ্গের মধ্যে দিয়ে যাবে বিশেষ এই ট্রেনটি।
রেলের রুট সম্পর্কে জানা গিয়েছে মোট ১১ রাত ১২ দিন ধরে পাঁচটি জ্যোতির্লিঙ্গ যথা ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর এবং ত্রম্বকেশ্বর সফর করবে ট্রেনটি। পর্যটকদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধাও রাখা হচ্ছে বিশেষ এই ট্রেনটিতে। ১২ দিনের এই সফরে সমস্ত মেডিক্যাল সহায়তা পাবেন পর্যটকরা।
পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড, বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন স্টেশনে ট্রেনটি থামবে। তবে পুরো সফরের জন্য বেশ মোটা অঙ্কের টাকাই দিতে হবে যাত্রীদের। জানা গিয়েছে, পুরো এই ১২ দিনের প্যাকেজে স্লিপার ক্লাসের জন্য ভাড়া ২০,৬০০, 3AC-এর জন্য ৩১,৮০০ এবং 2AC-এর জন্য ভাড়া গুনতে হবে ৪১,৬০০ টাকা। তবে এর মধ্যে থাকছে হোটেলে থাকার খরচ, খাওয়া সহ অন্যান্য খরচ।