1. [email protected] : চলো যাই : cholojaai.net
পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং পর্বত
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং পর্বত

  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

র্ঘ দুই বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে দেশের উঁচু পাহাড় চূড়াগুলোর অন্যতম পর্যটন স্পট কেওক্রাডং। তবে কেওক্রাডং পর্যটনকেন্দ্রটিতে ভ্রমণে এবার পর্যটকদের মানতে হবে ছয়টি শর্তাবলী।

সম্প্রতি বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি কেওক্রাডং পর্বত ভ্রমণে পর্যটকদের জন্য ছয়টি শর্তাবলী আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এতে বলা হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত, রুমা উপজেলা নির্বাহী অফিসারের চিঠি এবং বান্দরবান রিজিয়নের সেনানিবাস থেকে প্রেরিত চিঠির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার কেওক্রাডংসহ যেসব পর্যটন কেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র সেসব জায়গায় পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকবে। এর বাইরে অন্যান্য স্থানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ।

গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের জন্য নিম্নলিখিত ছয়টি শর্তাবলী আরোপ করা হয়। সেগুলো হলো-

– সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যে সকল পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে সেসব পর্যটন  কেন্দ্র ব্যতীত উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

– জেলা ও উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

– পর্যটন  কেন্দ্র সংশ্লিষ্ট  চেকপোস্ট ও পর্যটন তথ্য সেবা  কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

– পর্যটক কর্তৃক উপর্যুক্ত নির্দেশনাসমূহ অমান্য করা হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে।

– পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেসবিহীন সকল যানবাহন উল্লিখিত পর্যটন কেন্দ্রসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে। পর্যটকবাহী সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

– অযাচিত  যেকোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যটন শিল্পের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com