শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

পর্তুগালের পর বর্তমানে ইউরোপে স্থায়ী হওয়ার একটা সুন্দর সুযোগ দিচ্ছে স্পেন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
স্পেন নিয়ে অনেকের প্রস্ন ছিল! যারা উচ্চশিক্ষার জন্য স্পেন কে অপশন হিসেবে রেখেছেন, আজকে তাদের বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম!
টিউশন ফি
সরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে মাত্র ১,০০০ থেকে ২,৫০০ ইউরো! প্রাইভেট হলে একটু বেশি, তবে তাও manageable।
বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয়ের নাম:
– University of Barcelona
– Autonomous University of Madrid
– Pompeu Fabra University
– University of Valencia
– University of Granada
স্পেনে ইংরেজি ভাষায় ব্যাচেলর প্রোগ্রাম সংখ্যায় তুলনামূলকভাবে কম। বেশিরভাগ কোর্স স্প্যানিশ ভাষায় হয়!
IELTS স্কোর
বেশিরভাগ ইংরেজি কোর্সের জন্য 6.0- 6.5 লাগে। তবে কিছু ইউনিভার্সিটি MOI (Medium of Instruction)-এও অ্যাডমিশন দেয়।
Application Deadline:
– Fall intake সেপ্টেম্বর): মে-জুলাই
– Spring intake (জানুয়ারি): নভেম্বর-ডিসেম্বর
(বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে)
স্টাডি গ্যাপ:
৫-৬ বছর পর্যন্ত গ্যাপ গ্রহণযোগ্য, যদি তার পিছনে যুক্তিসঙ্গত কারণ থাকে (চাকরি, কোর্স ইত্যাদি)।
ব্যাংক স্টেটমেন্ট ও ব্লক মানি:
– মিনিমাম ৮,০০০-৯,০০০ ইউরো দেখাতে হয়, এক বছরের খরচ কভার করার জন্য।
– কিছু ক্ষেত্রে এটা ব্লক করে রাখাও লাগতে পারে, আবার কোথাও শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেই হয়।
মাসিক খরচ
৫০০–৭৫০ ইউরো যেটায় বাসা ভাড়া, খাবার, ট্রান্সপোর্ট সব ম্যানেজ হয়ে যায়।
ভিসা প্রসেসিং ধাপসমূহ:
– ইউনিভার্সিটিতে অ্যাডমিশন
– স্পেনের কনস্যুলেট বা ভিসা সেন্টারে আবেদন
– প্রয়োজনীয় ডকুমেন্ট: অফার লেটার, ভিসা ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, ইনস্যুরেন্স
– ভিসা ইন্টারভিউ (কিছু ক্ষেত্রে হয়)
– ভিসা প্রসেসিং টাইম: ৪-12 সপ্তাহ
ভিসার জন্য ইন্ডিয়া যেতে হয়?
না, এখন ঢাকার স্প্যানিশ এম্ব্যাসি থেকেই স্টুডেন্ট ভিসা আবেদন করা যায়।
স্পাউস/বাচ্চা একসাথে নিতে পারব?
না, স্টুডেন্ট ভিসা দিয়ে সরাসরি স্পাউস বা বাচ্চা একসাথে নেয়া যায় না। পরে পার্মানেন্ট রেসিডেন্স বা ওয়ার্ক পারমিট পেলে স্পাউস জয়েন করতে পারে।
পার্টটাইম কাজ
হ্যাঁ, প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করা যায়। ছুটিতে ফুলটাইমও করা যায়!
পড়াশোনার পর স্থায়ী হওয়া
হ্যাঁ! মাস্টার্স শেষে Job Search Visa (1 year) পাওয়া যায়। চাকরি পেয়ে গেলে রেসিডেন্স পারমিট -> ৫ বছর পর স্থায়ী রেসিডেন্সের সুযোগ।
স্পেনে পড়াশোনার সুবিধা:
– ইউরোপে সহজে ভ্রমণ
– পড়াশোনার খরচ কম
– লাইফস্টাইল আর ওয়েদার চমৎকার
– কাজের সুযোগ ভালো
– স্প্যানিশ ভাষা শেখা মানে বাড়তি স্কিল
অসুবিধা:
– স্প্যানিশ না জানলে শুরুর দিকে কষ্ট হবে বেশ, কিছু শহরে ইংরেজি একদম ই চলে না
– ভিসা প্রসেসিং স্লো
– লো ভিসা রেশিও

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com