পরিবার নিয়ে কানাডায় যাওয়ার উপায়: আবেদন করবেন যেভাবে।
কানাডায় পরিবার নিয়ে আসার অনেক পন্থা রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করলে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ মেলে।
ইমিগ্রান্ট ভিসা (PR): এই ভিসায় স্পাউস ও ২২ বছরের কম বয়সী সন্তানদের নিয়ে আসা যায়। PR নিয়ে কানাডায় আসার তিন বছর পর নাগরিকত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিটিজেনশিপ পাওয়া সম্ভব। সিটিজেন হলে ভোট দেয়া, সম্পত্তি কেনার মতো সব সুবিধা পাবেন। তবে বাকিদের তুলনায় অনেক কম সময়ে নাগরিকত্ব পাওয়া যায়।
স্টুডেন্ট ভিসা: স্টুডেন্ট ভিসায় স্পাউস ও সন্তানদের নিয়ে আসার সুযোগ রয়েছে। সন্তানরা পাবলিক স্কুলে ফ্রি পড়তে পারবে এবং শিশুদের জন্য ডেকেয়ার সুবিধা পাওয়া যাবে। স্পাউসদের জন্য এখন কিছু ভিসা শর্ত থাকলেও মাস্টার্স বা ডক্টরেট লেভেলে পড়া স্টুডেন্টদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন।
ওয়ার্ক পারমিট: কানাডার কোনো কোম্পানির অফার নিয়ে ওয়ার্ক পারমিটে আসলে পরিবারের সদস্যদেরও নিয়ে আসতে পারবেন। স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবেন, ফলে কানাডার যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। সন্তানেরা পাবলিক স্কুলে ফ্রি পড়তে পারবে।
কেয়ার গিভার ভিসা: এই ভিসায় পরিবার নিয়ে আসার সুযোগ থাকে এবং স্পাউসও ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এটির জন্য আবেদন করা যায়। জব অফার থাকলে ভিসার সম্ভাবনা বাড়ে।
আশ্রয় প্রার্থী (Asylum Seeker): কেউ কেউ ভিজিট ভিসায় এসে আশ্রয় প্রার্থনা করেন। এটি একটি অনিশ্চিত প্রক্রিয়া, তবে পরিবার নিয়ে আসা যায় এবং সন্তানেরা স্থায়ী বসবাসের আগেই ফ্রি স্কুলিং পেতে পারে।
Like this:
Like Loading...