1. [email protected] : চলো যাই : cholojaai.net
পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে চান
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে চান

  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সামনেই শীত। আর শীত পড়া মানেই শুরু হবে শীতের ছুটি। এই সময় ছুটি থাকবে আপনার সন্তানদেরও স্কুল, কলেজ। সুতরাং এই সময় প্ল্যান করা যেতে পারে একটা ছোট্ট ট্রিপ। দেখে নিন কোথায় কোথায় আপনি ছুটি কাটাতে যেতে পারেন পরিবারকে সঙ্গে নিয়ে

নৈনিতাল: লেকের ধারে সাইকেল চালিয়ে কিংবা লেকে বোটিং করে যদি ছুটি কাটাতে চান তাহলে বেছে নিন নৈনিতালকে। উত্তরাখণ্ডের এই জায়গায় আপনি পরিবারকে নিয়ে ছুটি কাটাতে যেতে পারেন। আপনার শপিং করার ইচ্ছা থাকলে এখানে রয়েছে অনেক হাতে তৈরি জামা কাপড়ের দোকান। এছাড়াও কাছে পিঠেই রয়েছে ভীমতাল, সাততালের মত একাধিক ভ্রমণ স্থান।

নৈনিতাল: লেকের ধারে সাইকেল চালিয়ে কিংবা লেকে বোটিং করে যদি ছুটি কাটাতে চান তাহলে বেছে নিন নৈনিতালকে। উত্তরাখণ্ডের এই জায়গায় আপনি পরিবারকে নিয়ে ছুটি কাটাতে যেতে পারেন। আপনার শপিং করার ইচ্ছা থাকলে এখানে রয়েছে অনেক হাতে তৈরি জামা কাপড়ের দোকান। এছাড়াও কাছে পিঠেই রয়েছে ভীমতাল, সাততালের মত একাধিক ভ্রমণ স্থান।
জয়পুর: ইতিহাসের সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের জয়পুর থেকে। এখানে রয়েছে নানান ঐতিহাসিক দুর্গ। এছাড়াও রয়েছে হাওয়া মহল জলমহল, নাহারগড় দুর্গ, জয়গড় ফোর্ট, যন্তর মন্তর এবং আমের ফোর্টের মত একাধিক ভ্রমণ স্থান। আর যেহেতু শীতের ছুটিতে এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, তাই জলবায়ুও পাবেন মনোরম।

জয়পুর: ইতিহাসের সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের জয়পুর থেকে। এখানে রয়েছে নানান ঐতিহাসিক দুর্গ। এছাড়াও রয়েছে হাওয়া মহল জলমহল, নাহারগড় দুর্গ, জয়গড় ফোর্ট, যন্তর মন্তর এবং আমের ফোর্টের মত একাধিক ভ্রমণ স্থান। আর যেহেতু শীতের ছুটিতে এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, তাই জলবায়ুও পাবেন মনোরম।
ঋষিকেশ: ধার্মিক স্থানে বেড়াতে যেতে চান? তাহলে বেছে নিন উত্তরাখণ্ডের ঋষিকেশকে। এখানে আপনি হিমালয়ের কোলে বসে মনোরম সন্ধ্যা আরতি দেখতে পাবেন।

ঋষিকেশ: ধার্মিক স্থানে বেড়াতে যেতে চান? তাহলে বেছে নিন উত্তরাখণ্ডের ঋষিকেশকে। এখানে আপনি হিমালয়ের কোলে বসে মনোরম সন্ধ্যা আরতি দেখতে পাবেন।
আগ্রা: আগ্রাতে রয়েছে তাজমহলের মত একাধিক দর্শনীয় স্থান। বিশেষত রাতের আলোয় সঙ্গীনীকে নিয়ে তাজমহলের দৃশ্য অন্বেষণ করার সুযোগ খুব কমই আসে।

আগ্রা: আগ্রাতে রয়েছে তাজমহলের মত একাধিক দর্শনীয় স্থান। বিশেষত রাতের আলোয় সঙ্গীনীকে নিয়ে তাজমহলের দৃশ্য অন্বেষণ করার সুযোগ খুব কমই আসে।
কাশ্মীর: ভূস্বর্গে বেড়াতে না গেলে অনেক কিছুই মিস করে যেতে পারেন। তাই কাশ্মীরকে অবশ্যই বাকেট লিস্টে রাখুন। শ্রীনগরের ডাল লেকে বসে আপনি হিমালয়ের সৌন্দর্য অন্বেষণ করতে পারেন। তাছাড়াও এখানে রয়েছে মোঘল আমলে তৈরি বাগান। সেখানে গিয়ে আপনি ফ্যামিলি ফোটোও তুলতে পারেন।

কাশ্মীর: ভূস্বর্গে বেড়াতে না গেলে অনেক কিছুই মিস করে যেতে পারেন। তাই কাশ্মীরকে অবশ্যই বাকেট লিস্টে রাখুন। শ্রীনগরের ডাল লেকে বসে আপনি হিমালয়ের সৌন্দর্য অন্বেষণ করতে পারেন। তাছাড়াও এখানে রয়েছে মোঘল আমলে তৈরি বাগান। সেখানে গিয়ে আপনি ফ্যামিলি ফোটোও তুলতে পারেন।
সিমলা: ফ্যামিলি ডেস্টিনেশন হিসাবে সবচেয়ে জনপ্রিয় জায়গা হল সিমলা। এই নির্মল পরিবেশে অনাহাসে আপনি ছুটি কাটাতে যেতে পারেন। এখানে শীতকালে পরিবার নিয়ে ঘুরতে গেলে আপনি সাক্ষী হতে পারেন তুষারপাতের। তার সঙ্গে ট্রয় ট্রেনের মজাও নিতে পারেন আপনি।

সিমলা: ফ্যামিলি ডেস্টিনেশন হিসাবে সবচেয়ে জনপ্রিয় জায়গা হল সিমলা। এই নির্মল পরিবেশে অনাহাসে আপনি ছুটি কাটাতে যেতে পারেন। এখানে শীতকালে পরিবার নিয়ে ঘুরতে গেলে আপনি সাক্ষী হতে পারেন তুষারপাতের। তার সঙ্গে ট্রয় ট্রেনের মজাও নিতে পারেন আপনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com