শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

নোবেল জয়ের পর হান কাংয়ের ১০ লাখ বই বিক্রি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

প্রথমবার দক্ষিণ কোরীয় লেখিকা হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেছেন হান কাং। এ জয়ের পর নিজ দেশে তার বই বিক্রি হয়েছে ১০ লাখ কপির বেশি।

তাও আবার মাত্র ৭ দিনে।

বুধবার (১৬ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। দক্ষিণ কোরিয়ার বইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি।

খবরে বলা হয়েছে, উপন্যাস ও ছোটগল্পকার হিসেবে জনপ্রিয় ছিলেন হান কাং। ২০১৫ সালে তার লেখা উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান ইংরেজিতে অনুবাদ করেন ডেবোরাহ স্মিথ। পরের বছরই উপন্যাসটির লেখক হিসেবে ম্যান বুকার পুরস্কার পান হান। এটা তার ইংরেজিতে অনুবাদ করা প্রথম উপন্যাস।

সুইডিশ একাডেমি গত সপ্তাহে বলেছে, ৫৩ বছর বয়সী এই নোবেলজয়ী প্রথম এশীয় নারী লেখিকা।

মানবজীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপ দেওয়ার স্বীকৃতি হিসেবে হান কাংকে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। তিনি নোবেল জেতার পর দক্ষিণ কোরিয়ায় বেশ সাড়া পড়ে গেছে। কোরিয়ার প্রধান প্রধান বইয়ের দোকান এবং প্রকাশনা সংস্থাগুলোর ওয়েবসাইটে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। হাজার হাজার মানুষ তার বই কিনছে।

গত বৃহস্পতিবারের নোবেল ঘোষণার পর থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাত দিনে ই-বুকসহ অন্তত ১০ লাখ ছয় হাজার কপি বিক্রি হয়েছে। তিনটি প্রধান বইয়ের দোকান এবং অনলাইন খুচরা বিক্রেতা – কিয়োবো, আলাদিন এবং ইয়েস২৪ এএফপিকে এ তথ্য জানিয়েছে।

কিয়োবোর মুখপাত্র কিম হিউন-জুং এএফপিকে বলেন, হান কাংয়ের বইগুলোর শত শত কপি বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতি এর আগে আমরা কখনো দেখিনি।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, হানের বইয়ের চাহিদা মেটাতে কিছু প্রিন্টিং হাউস পুরোদমে কাজ করে যাচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় হানের বইয়ের বিক্রির সংখ্যা এক হাজার ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় কোরীয় সাহিত্যের বইগুলোর বিক্রি ১২ গুণ বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com