শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
Uncategorized

নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

মেঘলা আকাশ, মুষলধারায় বৃষ্টি। এর সঙ্গে অপূর্ব প্রাকৃতিক শোভা। কার না ভাল লাগে ! বর্ষা আসতেই ভ্রমণে বেরিয়ে পড়তে ইচ্ছা করছে ? কিন্তু, কোথায় যাবেন ? বর্ষায় দেশের কয়েকটি সেরা পর্যটনকেন্দ্রের তালিকা রইল এখানে। 

নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা
 দার্জিলিং – ‘পাহাড়ের রানি’। হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ভ্রমণপ্রেমীদের অন্যতম সেরা ঠিকানা। বিশেষ করে বর্ষায় এর সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা শিলং– খাসি উপত্যকা ও জয়ন্তী পাহাড়ে ঘেরা । রোমাঞ্চপ্রেমীদের জন্য বর্ষার সেরা ঠিকানা মেঘালয়ের শিলং। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা লাদাখ– যারা রোমাঞ্চ ভালবাসেন, তাঁদের জন্য বর্ষায় লাদাখ সেরা ঠিকানা হয়ে উঠতে পারে। হ্রদ, রং-বেরঙের মঠ মুগ্ধ করে ভ্রমণার্থীদের। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা ওয়েইনাড়– কেরলের একটি বিখ্যাত হিল স্টেশন। বর্ষায় ছুটি কাটানোর অন্যতম সেরা গন্তব্য। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা উদয়পুর– বর্ষায় রাজস্থানের এই শহর তার অপূর্ব শোভায় ধরা দেয়। বৃষ্টির মধ্যেই ঘুরে দেখতে পারেন হ্রদ, রাজপ্রাসাদ, সঙ্গে নিতে পারেন নৌকায় ভ্রমণের আনন্দ। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা জয়পুর – বর্ষায় মনোরম আবহাওয়া থাকে রাজস্থানের এই শহরে। অসাধারণ লাগে এখানকার স্থাপত্য। এই মরসুমে আলাদা সৌন্দর্য নিয়ে ধরা দেয় গোলাপি শহর। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা পুদুচেরি– ছবির মতো সুন্দর শহর। নজরকাড়া ঔপনিবেশিক স্থাপত্য। এখানকার আবহাওয়াও মনোরম। বৃষ্টির সময় অপূর্ব সুন্দর লাগে এই শহর। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানা কুর্গ– কর্ণাটকের কুর্গ কফি গাছের জন্য বিখ্যাত। এখানে বিশাল এলাকা জুড়ে রয়েছে জঙ্গল। বর্ষায় ভ্রমণের আদর্শ ঠিকানা। নৈস্বর্গিক সৌন্দর্যের অনুভূতি নিতে বর্ষায় ঘুরে আসুন ভারতের এই স্থানগুলো, রইল ভ্রমণের সেরা ঠিকানাজগ জলপ্রপাত– কর্ণাটকের জগ জলপ্রপাত দেখার আদর্শ সময় বর্ষাকাল। জলপ্রপাত ঘিরে থাকা সবুজ চোখ জুড়িয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com