১। সাজেকে ভ্রমনের সেরা সময়?
বর্ষার পর শীতের আগে শরৎ-হেমন্ত ( আগষ্ট-নভেম্বর ) সাজেক ভ্রমনের জন্য সেরা সময়। এছাড়াও সারা বছরই সাজেক ভ্রমন করা যায়।
২।সাজেকের সেনাবাহিনীর এসকোর্ট কখন শুরু হয়?
দিঘীনালা থেকে সকাল ১০টা এবং বিকাল ৩টায় এসকোর্ট শুরু হয়। সাজেক থেকেও একইভাবে সকাল ১০টা এবং বিকাল ৩টায় এসকোর্ট শুরু হয়। এসকোর্ট ছাড়া একা সাজেক যাওয়া যায় না। বিকালের এসকোর্ট মিস হলে সেদিন আর সাজেক যেতে পারবেন না।
৩। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার লোকাল কোন ট্রান্সপোর্ট আছে?
না। খাগড়াছড়ি থেকে জীপ/সিএনজি/বাইক রিজার্ভ করে সাজেক যেতে হয়। ২-৬ জনের গ্রুপ হলে অন্য কোন গ্রুপের সাথে মিলিয়ে জীপ রিজার্ভ নেওয়ার চেষ্টা করবেন।
৪।সাজেকে নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে যাওয়া যায়?
যাওয়া যায়। তবে পাহাড়ী রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলে নিজস্ব গাড়ি নিয়ে না যাওয়াই উত্তম। বাইকে যাওয়া যায় যদি নিজের চালানোর ওপর ভরসা থাকে। মনে রাখবেন,খাগড়াছড়ির পর আর কোন ফিলিং স্টেশন নেই।