রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

নেট দুনিয়া কাঁপানো সেরা ৫০টি ওয়েব সিরিজ

  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

হলে গিয়ে সিনেমা দেখার চল অনেকটা কমে গেছে। সেই যায়গা নিয়েছে ওটিটি প্ল্যটফর্ম। দর্শকদের কথা মাথায় রেখে তাই নির্মিত হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়বস্তুকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে একাধিক সিরিজ। এসেছে একাধিক ওটিটি প্ল্যার্টফর্মও। তবে এত ওয়েব সিরিজের ভিড়ে কোনোটির জনপ্রিয়তা বেশি, কোনোটির কম।

 

সম্প্রতি ভারতের গত ৫ বছরের সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। যেখানে রয়েছে ৫০টি জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের নাম।

আইএমডিবির তালিকার শীর্ষে রয়েছে সেক্রেড গেমস, মির্জাপুর, স্ক্যাম এবং দ্য ফ্যামিলি ম্যানের নাম। আইএমডিবির পক্ষ থেকে প্রকাশ করা তালিকার ক্য়াপশনে লেখা হয়েছে, ‘আইএমডিবির বাছাই করা সর্বকালের সেরা ৫০টি সর্বাধিক জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকা এখানে রয়েছে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১০ মে পর্যন্ত দর্শকেরা সবচেয়ে বেশি দেখেছেন এসব সিরিজ। এটি বিবেচনায় নিয়েই তালিকা তৈরি করা হয়ছে।’

যেই ৫০টি ওয়েব সিরিজকে সেরা হিসাবে বেছে নিয়েছে আইএমডিবি, সেসব সিরিজের নাম দেখে নেওয়া যাক-
১) স্যাক্রেড গেমস ২) মির্জাপুর ৩) স্ক্যাম ১৯৯২: দ্য হারষাদ মেহতা স্টোরি ৪) দ্য়া ফ্যামিলি ম্যান ৫) অ্যাসপিরেন্টস ৬) ক্রিমিনাল জাস্টিস ৭) ব্রিথ ৮) কোটা ফ্যাক্টরি ৯) পঞ্চায়েত ১০) পাতাল লোক ১১) স্পেশাল ওপিএস ১২) অসূর-ওয়েলকাম টু ইউর ডার্ক সাইট ১৩) কলেজ রোম্যান্স ১৪) আফরান ১৫) ফ্লেম ১৬) ধিন্ডোরা ১৭) ফারজি ১৮) আশ্রম ১৯) ইনসাইড এজ ২০) আন্দেখী ২১) আরিয়া ২২) গুল্লাক ২৩) টভি পিচার ২৪) রকেট বয়েজ, ২৫) দিল্লি ক্রাইম ২৬) ক্য়াম্পাস ডায়েরি ২৭) ব্রোকেন বাট বিউটিফুল ২৮) জামতারা: সবকা নম্বর আয়েগা ২৯) তাজা খবর ৩০)অভয় ৩১) হোস্টেল ডেজ ৩২) রংবাজ ৩৩) বন্দিস বন্দি ৩৪) মেড ইন হেভেন ৩৫) ইমম্যাচিওর ৩৬) লিটল থিংস ৩৭) নাইট ম্যানেজার ৩৮) ক্যান্ডি ৩৯) বিচ্চু কা খেলা ৪০) দহন: রাকন কা রহস্য ৪১) জেএল ফিফটি ৪২) রানা নাইডু ৪৩) রে ৪৪) সান ফ্লাওয়ার ৪৫) এনসিআর ডেজ ৪৬) মহারাণী ৪৭) মুম্বাই ডায়েরি ২৬/১১ ৪৮) চাচা বিধায়ক হ্যায় হুমারে ৪৯) ইয়ে মেরি পরিবার ৫০) আরণ্যক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com