1. [email protected] : চলো যাই : cholojaai.net
নূন্যতম খরচে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
Uncategorized

নূন্যতম খরচে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা। যাত্রা শুরুর পর থেকে যাত্রীদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিকমানের সেবা দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা। যাত্রীদের ভ্রমণকে আরো স্বাচ্ছন্দময় করে তুলতে পরিবর্তিত পরিস্থিতিতে ইউএস-বাংলা বিভিন্ন গন্তব্যে নূন্যতম খরচে দিচ্ছে আকর্ষণীয় হলিডে প্যাকেজ। স্ব^ল্প খরচে নিজের দেশকে দেখার ও জানার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমান ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ গন্তব্য ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর. বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া আন্তর্জাতিক গন্তব্য মাস্কাট, দোহা, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। করোনা মহামারির কারনে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক ও দুবাই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত আছে। ভ্রমণ পিপাসু বাংলাদেশী পর্যটকদের সংখ্যা প্রতি মূহূর্তেই বাড়ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটকদের ভ্রমণকে আকর্ষণীয় করার জন্য কক্সবাজার, চট্টগ্রাম, সিলেটে ও বরিশালে দিয়েছে হলিডে প্যাকেজ। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য্য একসাথে উপভোগ করার জন্য কক্সবাজারের প্রায় সব আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল- এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরো নানাবিধ সুবিধা রয়েছে ট্যূর প্যাকেজে।

দু’টি পাতা একটি কুড়ি’র প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি খ্যাত সিলেটে ইউএস-বাংলা দিচ্ছে মনোরম লোকেশনে পর্যটকদের জন্য আকর্ষণীয় হলিডে প্যাকেজ। সবুজ আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার জন্য সিলেটে দুই রাত তিন দিনের প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। এছাড়া বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও বাংলাদেশের অন্যতম নদীবন্দর বরিশালে ভ্রমণের জন্য ইউএস-বাংলা দুইরাত তিনদিনের হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। আপনার পছন্দের আন্তর্জাতিক মানের হোটেল ও রিসোর্টে থাকার সুবিধা, রিটার্ণ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, ব্রেকফাস্টসহ নানাবিধ হোটেল সার্ভিসের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা রয়েছে প্যাকেজের মধ্যে। ইউএস-বাংলা এয়ারলাইন্স পর্যটকদের সুবিধার্থে বিনা সুদে ৬ মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্পোরেট চুক্তিতে আবদ্ধ রয়েছে।

হলিডে প্যাকেজগুলো আগামী ১৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ইউএস-বাংলা’র হলিডেজ প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে আজই আপনার ট্রাভেল প্যাকেজ গ্রহন করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com