1. [email protected] : চলো যাই : cholojaai.net
নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মুকেশ আম্বানি শুধু ভারত ও এশিয়ার শীর্ষ ধনীই নন, তিনি বিশ্বের ১৩তম ধনী ব্যক্তি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১০৮ বিলিয়ন মার্কিন ডলার। সবসময়ই বিলাসবহুল লাইফস্টাইলের জন্য আলোচনায় থাকে এই ভারতীয় ধনকুবের পরিবার।

যথারীতি আবারও সংবাদের শিরোনাম হলেন নীতা আম্বানি। এবার ১০০ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল অডি গাড়ি কিনেছেন নীতা আম্বানি। অডি এ৯ চ্যামেলিয়ন মডেলের এই গাড়ির মূল্য বাংলাদেশি মূদ্রায় ১৩৮ কোটি টাকারও বেশি।

সারাবিশ্বে এখন পর্যন্ত এই মডেলের মাত্র ১১টি গাড়ি বিক্রি হয়েছে।

অডি এ৯ চ্যামেলিয়নে কোম্পানিটি ৮.০ লিটারের বি৮ ইঞ্জিন সরবরাহ করেছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৬০০ এইচপি শক্তি উৎপন্ন করে। ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে পৌঁছতে সময় লাগে মাত্র আধ সেকেন্ড। গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার।

বলা হয়ে থাকে, এই গাড়ির গতি বুলেট ট্রেনের চেয়েও বেশি। গাড়িতে মাত্র দুটি দরজা দেওয়া হয়েছে। এই গাড়ির দৈর্ঘ্য প্রায় ৫ মিটার। গাড়ির উইন্ডশিল্ড ও ছাদ একটিতে যোগ করা হয়েছে। উইন্ডস্ক্রিন গাড়ির ছাদের সঙ্গে জোড়া লাগানো। দেখলে অনেকটা মহাকাশযানের মতো মনে হতে পারে।

তবে, গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই গাড়ির রং। এই গাড়ির রঙের নকশা বৈদ্যুতিকভাবে প্রস্তুত করা হয়েছে। তাই বোতাম টিপেই গাড়ির রং পরিবর্তন করা যায়।

এছাড়াও, এই বিলাসবহুল গাড়িতে অনেক আধুনিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা অন্য কোনও গাড়িতে দেখা যায় না।

শুধু অডি এ৯ চ্যামেলিয়ন নয়, আম্বানি পরিবারের গ্যারেজে আছে আরও অনেক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং ফেরারির মতো ব্র্যান্ডের গাড়ি রয়েছে। সব মিলিয়ে আম্বানি পরিবারের গাড়ি সংগ্রহে প্রায় ১৭০টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে বলে জানা যায়। এই গাড়িগুলোর প্রত্যেকটির মূল্য কয়েক কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com