1. [email protected] : চলো যাই : cholojaai.net
নিলামে উঠছে ইউনাইটেড এয়ারওয়েজের উড়োজাহাজ
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
Uncategorized

নিলামে উঠছে ইউনাইটেড এয়ারওয়েজের উড়োজাহাজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের উড়োজাহাজ অবশেষে ভারতে নিলামে উঠছে।
২০১৫ সাল থেকে ১৭০ আসনের ম্যাকডনেল ডগলাসের এমডি-৮৩ মডেলের বিমানটি রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে অচলাবস্থায় পড়ে রয়েছে।

এয়ারওয়েজ কর্তৃপক্ষ বিমানবন্দরের বকেয়া পরিশোধ করাতো দূরের কথা, বিমানটি আকাশে উড়ার উপযোগী হওয়া সত্বেও দেশে ফিরিয়ে আনেননি।অবশেষে দীর্ঘদিন চিঠি দিয়েও বিমানটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারেনি রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ।

অবশেষে নিলামে উঠিয়ে নিজেদের টাকা আদায়ের পথে হাঁটছে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কর্তৃপক্ষ।উড়োজাহাজ নিলামের বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড এয়ারওয়েজের নবগঠিত পরিচালনাপর্ষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।তারা গত পাঁচ বছর ধরে অনেকবার যোগাযোগ করেছে সাবেক কর্তৃপক্ষের সঙ্গে।তারা কোনো উত্তর দেয়নি। কোনো সাড়াশব্দও দেয়নি।

ফলে রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ নিলামের উদ্যোগ নেয়।’ ‘আমরা আসার পর তাদের চিঠি দিয়েছি, নিলাম যাতে না হয়।আমরা তাদের (রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ) কাছ থেকে ছয় মাস সময় চেয়েছি।

চিঠিতে বলেছি, বিমানটি নিলামে না তুলে আমাদের যেন ছয় মাসের সময় দেওয়া হয়।এ সময়ের মধ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি বলে তাদের জানিয়েছি।তবে তারা এখনো আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি।’

শেয়ার নিউজ২৪.কম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com