বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

নিঝুম দ্বীপ

  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বাংলাদেশ যে কয়েকটি পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে নিঝুম দ্বীপ অন্যতম। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল ভাওলারচর। ২০০১ সালে সরকার পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে এরপর থেকে দেশে ও দেশের বাইরে অল্প কয়েক বছরের মধ্যে ভ্রমণপিপাসুদের মনের মধ্যে জায়গা করে নেই।

এর অবস্থান হলো নোয়াখালী জেলা বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার একটি ছোট্ট ইউনিয়ন। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে এর অবস্থান।

jagonews24

বছরের অন্যান্য মৌসুমের চেয়ে শীতকালে পর্যটকদের আনাগোনা বেশি দেখা যায় নিঝুম দ্বীপে। সবুজ প্রাকৃতিক লোকারণ্য হওয়ায় অল্পতেই মন চুইয়ে যায় পর্যটকদের।

নিঝুম দ্বীপের হরিণরা সবাইকে আকর্ষণ করে। মজার বিষয় হলো, হরিণ আপনার হাতের কাছেই এসে চিপস, বিস্কুট ইত্যাদি শুকনো খাবার নিয়ে খাবে।

jagonews24

এছাড়া বিকেলে পশ্চিম দিকের সি বিচে গেলে আপনার মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। কারণ সামনে অ থৈ সাগর আর সাগর।

সাগরের মাঝে পাল উড়িয়ে নৌকা ডিঙিয়ে মাছ ধরছেন আর ভাটিয়ালি গান গাচ্ছেন জেলেরা। এই সুন্দর পরিবেশ দেখে যে কেউ মন হারিয়ে যাবে কল্পনার জগতে।

আর যদি সম্পূর্ণ দ্বীপটি দেখতে চান তাহলে নামার বাজারের পাশে একটি ওয়াচ টাওয়ার আছে, ওইখানে উঠলেই পুরো দ্বীপ আপনি উপভোগ করতে পারবেন। নিঝুম দ্বীপ ভ্রমণ শেষ হলে আরও যে ৩ স্পটে ঘুরে আসতে পারেন।

কমলার দিঘি

হাতিয়া উপজেলা ওছখালী থেকে ৫ কিলোমিটার পূর্বে এই সি বিচের অবস্থান। কীভাবে এই কমলা দিঘি নামের উৎপত্তি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি, তবে বিশাল একটি দিঘি আছে বলে ধারণা করা যায়। এই দিঘির নাম থেকেই কমলা দিঘির নামকরণ করা হয়।

jagonews24

সেখানে গেলে কেওড়া, পাপনসহ ছোটো ছোট গাছের ভেতরে পছন্দ মতে করে ফটোসেশন করতে পারবেন নিজের মতো করে। সেখান ক্রিকেট ও ফুটবল খেলার জন্যও আছে বিশাল মাঠ।

মজার বিষয় হলো, এই কমলা দিঘির সি বিচে বছরের ১২ মাসই যাওয়া যায়। বর্ষা মৌসুমে নদীর বিশাল ঢেউ দেখলে ভয়ও লাগতে পারে।

কমলা দিঘির পূর্বপাশে আছে মেঘনা ও চট্টগ্রামের কর্ণফুলী নদী। সেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমদানি ও রফতানির জাহাজগুলো আপনার চোখে পড়বে।

jagonews24

নিমতলী

নিমতলীকে বলা হয় মিনি কক্সবাজার। আপনি এই সি বিচে গেলে কক্সবাজারের মতো মনে হবে আপনার। চাইলে ঘোড়ায় চড়ে পুরো সি বিচ ঘুরে দেখতে পারবেন।

নিমতলীতে গেলে আপনি মরুভূমিও দেখতে পারবেন। সামান্য দক্ষিণ পশ্চিমে গেলে এই মরুভূমির দেখা মিলবে। বালু আর বালু। নিমতলীতে যাওয়ার সবচেয়ে উপযোগী সময় হলো শীতকাল।

বর্ষাকালে সেখানে যাওয়ার কোনো রাস্তা থাকে না। ২০২২ সালে পর্যটকমন্ত্রী নিমতলী ভ্রমণ করেন ও স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেন। আপনি যদি নিরিবিলি স্থানে যেতে চান তাহলে নিঝুম দ্বীপ ভ্রমণের পাশাপাশি এই নিমতলী থেকে ঘুরে আসতে পারেন।

jagonews24

লালচর

হাতিয়া বুড়ির চর ইউনিয়নের কালির চর ওয়ার্ডে এই সি বিচের অবস্থান। সাম্প্রতিকালে হাতিয়ায় সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এই লালচর। কয়েক বছর আগে এই লাল চরের কোনো নাম শোনা যায়নি। তবে ২০২১ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালচর সি বিচ নিয়ে বিভিন্ন ছবি পোস্ট করেন।

এরপর থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে এই স্থানে। জানা যায়, এই বিচের লাল বালুর কারণেই এর নাম লালচর। আপনি যদি খাঁটি মহিষের দুধ ও দধি খেতে পছন্দ করেন তাহলে আপনার জন্য এই জায়গা সেরা।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

ঢাকা থেকে সদরঘাট এগিয়ে তাসরিফ অথবা ফারহান জাহাজ করে তমরদ্দি বাজার হয়ে উছখালী। চট্টগ্রাম থেকে সদরঘাট লঞ্চ আছে অথবা নোয়াখালী মাইজদী হয়ে চেয়ারম্যান ঘাট হয়ে নলচিরাঘাট এসে উছখালী।

হাতিয়ায় থাকার হোটেল আছে। হোটেল আল আমিন, শাহারা হোটেল, হোটেল সিঙ্গাপুর, সোহেল রিসোর্টে। নিঝুম দ্বীপে আছে মসজিদ বেডিং, হোটেল শাহিন, নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com