নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় তাই বেশি বাড়িয়ে বলার কিছু নেই, মুলত হরিণের ছবি দেখিয়ে যারা ইভেন্ট পোস্ট দেয়, তাদের থেকে সাবধান।
হরিণ নিঝুম দ্বীপে আছে ইহা যেমন সত্য, সৌভাগ্য হলে একটা-দুইটা না অজস্র হরিণের ঝাঁক দেখতে পাবেন ইহাও সত্য, কিন্তু দেখলাম কিছু সেক্টর একদম হরিণ দেখাবো বলেই রমরমা প্রচার করছে এতে নিঝুম দ্বীপের সুনাম ক্ষুন্ন হচ্ছে…..যদি যান তবে এটা ভেবে যাবেন যে ভাগ্যে থাকলে হরিনের দেখা পাবো….
এবার আসেন কমের মধ্যে কিভাবে যাবেন ?
ঢাকা থেকে নোয়াখালী সোনাপুর এর বাস ২৪ ঘন্টা সায়দাবাদ থেকে পাবেন লাল সবুজ, একুশে, হিমাচল-৫০০- ৬০০ টাকা আপডাউন ১০০০-১২০০ টাকা। যদি বাসে উঠেন তবে অবশ্যই রাত ১২ টা ১ টার বাসে উঠবেন যেন পরদিন ভোর সকালে পৌছাতে পারেন। নয়তো মাঝ রাতে বিপাকে পড়তে পারেন। ঢাকা থেকে সোনাপুর যেতে লাগে ৫ ঘন্টা।
সোনাপুর থেকে বাসে চেয়ারম্যান ঘাট ৯০ টাকা প্রতিজন।
চেয়ারম্যান ঘাট থেকে ট্রলারে করে নলছিরা ঘাট ১৫০ টাকা প্রতিজন।
নলছিরা ঘাট থেকে নিঝুম দ্বীপে দুইজন এক বাইকে গেলে ২৫০-৩০০ টাকা করে। অনেক বেশি দরদাম করবেন।
হোটেলে থাকা একরুম ৭০০-৮০০ টাকা ৩-৪ জন থাকতে পারবেন যদি এই সিজনে যান। ভাল হবে যদি আগে থেকে বুকিং করে যান। আর ক্যাম্পিং ও করতে পারেন লোকালদের সাপোর্ট নিয়ে। এবং চেষ্টা করবেন বাজার থেকে তাজা মাছ নিজেরা কিনে রান্না করে খাওয়ার।
মোট-৪০০০-৫০০০ টাকা হলে ঘুরে আসা যাবে। আর লঞ্চে গেলে আরো কমবে। তবে লঞ্চের রুটের ধারনা নেই…
আপনি যদি সাদামাটা গ্রামীন জীবনের সাধ পেতে চান পাশাপাশি সাগরপাড়ের জনজীবনের সৌন্দর্য উপভোগ করতে চান তবে নিঝুম দ্বীপ একটি আদর্শ স্থান।
তবে ইদানিং শোনা যায় খাবার হোটেলে খাবারের মান ভাল না, এ বিষয়ে লোকাল কর্তৃপক্ষের আর সচেতন হওয়া জরুরী
Like this:
Like Loading...