শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

নিজের ডিজাইন করা গাড়ির পরে স্ত্রীকে যে অভাবনীয় উপহার দিলেন জাকারবার্গ

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

প্রিয়তমার জন্য কত কিছুই তো করা যায়। কেউ লেখেন কবিতা, কেউ আবার গানের সুরে নিজের ভালোবাসার প্রকাশ ঘটান। এদিকে সেই সঙ্গে বিশেষ দিনগুলোতে আসে উপহারের বিষয়টি। সাফল্যের শিখরে পৌঁছে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তাঁর জীবনসঙ্গিনী প্রিসিলা চ্যানের জন্য বিশেষ কিছু করতে যেন মুখিয়ে থাকেন সবসময়।

প্রিসিলার জন্য কিছু করতে মুখিয়ে থাকেন জাকারবার্গ
প্রিসিলার জন্য কিছু করতে মুখিয়ে থাকেন জাকারবার্গ
পরিবার নিয়ে খুব সুখী তাঁরা
পরিবার নিয়ে খুব সুখী তাঁরা

প্রেমময় এই জুটি এমনিতেই খুব সুখী। পরিবার নিয়ে ভালো সময় কাটাতে দেখা যায় তাঁদেরকে প্রায়ই। তবে প্রিয়তমা স্ত্রী প্রিসিলার জন্য চমক লাগানো সব উপহার বা ট্রিবিউট দিয়ে বিশ্বজুড়ে স্বামীদের বেশ কমপ্লেক্স দিচ্ছেন আজকাল জাকারবার্গ।

এ ধারাবাহিকতায় অতি সম্প্রতি এক গান বেঁধেছেন মার্ক জাকারবার্গ তাঁর স্ত্রী প্রিসিলার জন্য। উপলক্ষ তাঁদের ডেটিং অ্যানিভার্সারী। বিখ্যাত মার্কিন সঙ্গীত তারকা টি-পেইনের সঙ্গে মিলে এই কাজটি করেছেন তিনি। জনপ্রিয় র‍্যাপ গ্রুপ লিল জনের ‘গেট লো’ গানটি কভার করেছেন জাকারবার্গ। আর এই গানটি তিনি রেকর্ড করেছেন টি-পেইন ও নিজের নাম মিলিয়ে জেড পেইন নামের ব্যান্ডের ব্যানারে।

প্রিসিলার জন্য গান বেঁধেছেন তিনি
প্রিসিলার জন্য গান বেঁধেছেন তিনিটি-পেইনের সঙ্গে মিলে ব্যান্ডের নাম দিয়েছেন জেড পেইন
টি-পেইনের সঙ্গে মিলে ব্যান্ডের নাম দিয়েছেন জেড পেইন

এই লাভ সংটি তিনি প্রিসিলাকেই ডেডিকেট করেছেন। আর মার্ক জাকারবার্গের এই অজানা প্রতিভার প্রকাশে একেবারে চমক লেগে গিয়েছে সকলের।

প্রিসিলার আদলে বিশাল মূর্তি
প্রিসিলার আদলে বিশাল মূর্তি
নিজের ডিজাইন করা বিলাসবহুল পোর্শে গাড়ি উপহার দিয়েছেন স্ত্রীকে জাকারবার্গ
নিজের ডিজাইন করা বিলাসবহুল পোর্শে গাড়ি উপহার দিয়েছেন স্ত্রীকে জাকারবার্গ

এর আগে তিনি স্ত্রীর আদলে বিশাল রোমান মূর্তি বানিয়ে আর নিজের ডিজাইন করা অত্যন্ত বিলাসবহুল পোর্শে কাইয়েন টার্বো জিটি মিনিভ্যান উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন। তবে এবারের এই ঘটা করে লাভ সং রেকর্ড করার মতো উপহার দেওয়াটা আসলেই অভাবনীয়।

ছবি: জাকারবার্গের ইন্সটাগ্রাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com