1. [email protected] : চলো যাই : cholojaai.net
নিখোঁজ ৫০০ জন বিবাহিত নারী
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

নিখোঁজ ৫০০ জন বিবাহিত নারী

  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫

একটি জেলার একজন নয় দুইজন নয় ৫০০ জন বিবাহিত নারী হঠাৎ করেই নিখোঁজ হয়। পুলিশও নেমে পড়ে রহস্য উদ্ঘাটনে। কিন্তু তদন্তে পুলিশ যা পেয়েছে রীতিমতো চক্ষু চড়কগাছ অবস্থা। এসব নারীদের পালিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়া। আরও স্পষ্ট করে বললে ফেসবুক আর টিকটক। এই মাধ্যমগুলোতেই পরকীয়ায় জরিয়েছিলেন তারা।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমায়। ভারতীয় পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ মাসে এই এলাকার ৫০০ জন বিবাহিত নারী নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, নিখোঁজ হওয়া মোট ৫৩৬ জন তরুণীর মধ্যে ৯০ শতাংশই বিবাহিত।

এভাবে হঠাৎ করেই বরাসাতের নারীরা নিখোঁজ হতে থাকায় সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এমনকি এটাও জানা যায় যে নিখোঁজ হওয়া এসব নারীরা খুব ভালো এবং ‘স্থিতিশীল’ পরিবারের সন্তান। এসব নারীরা নিখোঁজ হয়েছে বললে কথাটি বোধহয় ভুল হবে। কারণ তারা স্বেচ্ছায় পালিয়ে গেছে স্বামী-সংসার আর কেউ কেউ সন্তান ফেলে।

ফেসবুক আর টিকটকে পরিচয় এরপর প্রেম। পরকীয়ার এই ধাঁধায় পড়েই সংসার ছেড়ে পালিয়েছেন বারাসাতের ৫০০ জনের বেশি বিবাহিত নারী এমনটিই বলছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। কেউ পালিয়েছেন বাইক থাকা যুবকের হাত ধরে, আবার কেউ স্বামীরই ব্যবসায়ী বন্ধুর সঙ্গে।

পরিস্থিতি এতটাই বাজে যে বারাসাত পুলিশ জেলার প্রতিটি থানাকে সতর্ক করে দিয়েছে বিবাহিত নারীদের এভাবে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে। অনেক স্বামী আবার লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে অনুরোধ করছেন পরিচয় গোপন রাখতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com