বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

নিউজিল্যান্ড ইমিগ্রেশন

  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছে উন্নত দেশগুলোতে। অস্ট্রেলিয়া মহাদেশের নিউজিল্যান্ড শান্তি ও সৌন্দর্যের দেশ। এই দেশে পড়াশুনার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের জন্য পয়েন্ট ভিত্তিক যোগ্যতা প্রমাণ করতে হয়।

ভিসা ক্যাটাগরি

  • ইমিগ্রেশন ভিসা
  • ওয়ার্ক ভিসা
  • ফ্যামিলি ভিসা
  • ভিজিটর ভিসা
  • স্টুডেন্ট ভিসা

প্রয়োজনীয় পেশা

যে সকল পেশায় দক্ষ লোক নিউজিল্যান্ডে চাহিদা ব্যাপক সেইগুলো হল-

রেস্টুরেন্ট এন্ড ফুড সার্ভিস ম্যানেজার, প্রাইমারী প্রোডাকশন ম্যানেজার (এক্সেপ্ট এগ্রিকালচার), ম্যানেজমেন্ট প্রফেশনাল বিজনেস সার্ভিস, একাউন্টেটস, ইন্স্যুরেন্স এডজাস্টারস এন্ড ক্লেইমস এক্সামিনার্স, বায়োলজিস্ট এন্ড রিলেটেড সায়েন্টিস্ট, আর্কিটেকস্, স্পেশালিস্ট ফিজিশিয়ান্স, জেনারেল প্রাকটিশনার্স এন্ড ফ্যামেলী ফিজিশিয়ান্স, ডেন্টিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথ্যারাপিস্ট, রেজিস্টার্ড নার্স, মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট, ডেন্টাল থেরাপিস্ট, লাইসেন্সড প্রাকটিক্যাল নার্সেস, সাইকোলজিস্টেস, কেমিষ্টস, ইঞ্জিনিয়ারস, সোস্যাল ওয়ার্কার, শেফস, কুকস, কন্ট্রাকটরস এন্ড সুপারভাইজরস, কাপেন্ট্রি, কন্ট্রাকটরস এন্ড সুপারভাইজরস, ট্রেডস, ইলেকট্রিশিয়ানস, ইন্ডাসট্রিয়াল ইলেকট্রিশিয়ানস, প্লামবার্স, ওয়েল্ডার এন্ড রিলেটেড মেকানিক অপারেটরস, হেভি-ডিউটি ইক্যুইপমেন্ট মেকানিকস, ক্রেন অপারেটরস, ড্রিলার্স এন্ড ব্লাস্টার্স, সুপারভাইজরস, ওয়েল এন্ড গ্যাস ড্রিলিং এন্ড সার্ভিস ইত্যাদি।

ইমিগ্রেশনের শর্তাবলী

  • সুস্বাস্থ্য
  • সুচরিত্র
  • ইংরেজী ভাষায় দক্ষতা
  • বয়স ৫৫ বছরের নিচে
  • পয়েন্ট স্কোর কমপক্ষে ১০০ থাকতে হবে

পয়েন্ট তালিকা

নিউজিল্যান্ডে কর্মরতদের জন্য

বর্তমানে যারা নিউজিল্যান্ডে কোন কাজে ১২ মাসের উপরে কর্মকত ৬০ পয়েন্ট
পূর্বে এবং বর্তমানে যারা নিউজিল্যান্ডে কোন কাজে ১২ মাসের নিচে কর্মরত ৫০ পয়েন্ট

কর্মরতদের জন্য বোনাস পয়েন্ট (কাজের ক্ষেত্র এবং এলাকা ভিত্তিক)

কোন নির্দিষ্ট ভবিষ্যতের গ্রোথ এরিয়া ১০ পয়েন্ট
স্কিল ঘাটতিপূর্ণ এরিয়া ১০ পয়েন্ট
অকল্যন্ডের বাহিরের এরিয়া ১০ পয়েন্ট
পার্টনার জব বা জব অফার ২০ পয়েন্ট

কাজের অভিজ্ঞতা

২ বছর ১০ পয়েন্ট
৪ বছর ১৫ পয়েন্ট
৬ বছর ২০ পয়েন্ট
৮ বছর ২৫ পয়েন্ট
১০ বছর ৩০ পয়েন্ট

বোনাস পয়েন্ট (নিউজিল্যান্ডে কর্মরতদের জন্য)

১ বছর ৫ পয়েন্ট
২ বছর ১০ পয়েন্ট
৩ বছর বা অধিক ১৫ পয়েন্ট

বোনাস পয়েন্ট (নিউজিল্যান্ডে কর্মরত নির্দিষ্ট ভবিষ্যতের গ্রোথ এরিয়ায়/স্কিল ঘাটতিপূর্ণ এরিয়ায় কর্মরতদের জন্য)

২-৫ বছর ১০ পয়েন্ট
৬ বছর বা অধিক ১৫ পয়েন্ট

শিক্ষাগত যোগ্যতা

লেভেল ৪-৬ ৪০ পয়েন্ট
লেভেল ৭ বা ৮ ৫০ পয়েন্ট
লেভেল ৯ বা ১০ ৬০ পয়েন্ট

বোনাস পয়েন্ট

নিউজিল্যান্ডে ২ বছরমেয়াদী ব্যাচলর ডিগ্রী পূর্ণ করার শিক্ষার্থী ১০ পয়েন্ট
নিউজিল্যান্ডে ১ বছরমেয়াদী পোষ্ট-প্র্যাজুয়েট ডিগ্রী পূর্ণ করার শিক্ষার্থী ১০ পয়েন্ট
নিউজিল্যান্ডে ২ বছরমেয়াদী পোষ্ট-প্র্যাজুয়েট ডিগ্রী পূর্ণ করার শিক্ষার্থী ১৫ পয়েন্ট
নির্দিষ্ট ভবিষ্যতের গ্রোথ এরিয়ায় শিক্ষা নিয়ে থাকলে ১০ পয়েন্ট
স্কীল ঘাটতিপূর্ণ এরিয়ায় থেকে শিক্ষা নিয়ে থাকলে ১০ পয়েন্ট
পার্টনার কোয়ালিফিকেশন-লেভেল ৪-৬ ১০ পয়েন্ট
পার্টনার কোয়ালিফিকেশন-লেভেল ৭ ২০ পয়েন্ট

ফ্যামিলি সার্পোট

নিকট আত্মীয় সার্পোট ১০ পয়েন্ট

বয়স (২০  ৫৫ বছর)

২০-২৯ বছর ৩০ পয়েন্ট
৩০-৩৯ বছর ২৫ পয়েন্ট
৪০-৪৪ বছর ২০ পয়েন্ট
৪৫-৪৯ বছর ১০ পয়েন্ট
৫০-৫৫ বছর ৫ পয়েন্ট

আইইএলটিএস

  • ইমিগ্রেশন ভিসার জন্য আইইএলটিএস পয়েন্ট কমপক্ষে ৬.৫ হতে হবে।
  • বিজনেস ভিসার জন্য আইইএলটিএস পয়েন্ট কমপক্ষে ৫ হতে হবে।
  • পার্টনার বা সন্তানদের জন্য (১৬ বছর বা উপরের) আইইএলটিএস পয়েন্ট কমপক্ষে ৫ হতে হবে।

বিবিধ

  • নিউজিল্যান্ডে জব অফার পাওয়া ইমিগ্রেশনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কেননা জব অফার ছাড়া ১০০ পয়েন্ট মিলানোটা বেশ কষ্টসাধ্য।
  • নিউজিল্যান্ডে সার্চ ইঞ্জিন jobs4migrants এ জব খোঁজা যায়।
  • ইমিগ্রেশন ভিশার জন্য আবশ্যই সুচরিত্র অধিকারী হতে হবে। এজন্য পুলিশ সার্টিফিকেট লাগবে।

নিউজিল্যান্ড ইমিগ্রেশন সহযোগী প্রতিষ্ঠান

ওয়াটারফোর্ড ইমিগ্রেশন

Waterford Immigration

রিচমন্ড (এসেট ডেভেলপমেন্ট)

বাড়ি ১৬ (৩য় তলা), সড়ক ২৩

ব্লক বি, বনানী, ঢাকা ১২১৩।

বাংলাদেশ।

ফোন: ৯৮৯৫৬৫৪

মোবাইল: ০১৭১০-৯২৩০৪১,

০১৭১৭-১১৬১৯১

 

 

ইমেইল:  [email protected],  [email protected][email protected]

ওয়েব: www.waterfordimmigration.com

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com